প্রসেনজিৎ ধর :-রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রাজ্যপাল ধ্বংস করছেন, এই অভিযোগ সামনে রেখে শুক্রবার রাজভবনের সামনে প্রতীকী ধরনা বসলেন সরকারপন্থী শিক্ষাবিদ এবং প্রাক্তন উপাচার্যরা। তাঁদের অভিযোগ, রাজ্যপাল সি ভি আনন্দ বোস সংবিধান মেনে চলছেন না। তিনি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই একতরফা ভাবে নিজের পছন্দের লোককে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে বসাচ্ছেন। কাউকে আবার সরিয়ে দিচ্ছেন। সরকারপন্থী শিক্ষাবিদদের দাবি, সংবিধান মেনে, রাজ্যের সঙ্গে আলোচনা করে রাজ্যপাল স্থায়ী উপাচার্য নিয়োগ করুন। এদিনের ধরনা কর্মসূচিতে হাজির ছিলেন ওমপ্রকাশ মিশ্র, সুবোধ সরকার, শিবাজীপ্রতিম বসু, উদয়ন বন্দ্যোপাধ্যায়, গৌতম পাল, অভীক মজুমদার, প্রমুখ।শুক্রবার রাজভবনে আচার্যের কাছে একটি স্মারকলিপিও জমা দেয় ‘দ্য এডুকেশনিস্ট ফোরাম’। যার সদস্য প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র, দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই। তাঁদের সকলের আপত্তি একটাই, আচার্য হিসেবে রাজ্যপালের যা ভূমিকা, তা লঙ্ঘন করে নিয়ম বহির্ভূতভাবে ‘অতিরিক্ত’ কাজ করছেন। তাঁর কোনও এক্তিয়ার নেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করার। এছাড়া উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেই কীভাবে ওই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আচার্য, তার নিয়ম নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁদের অভিযোগ, সংবিধান মেনে কাজ করছেন না রাজ্যপাল। এভাবে চলতে থাকলে শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা।