Breaking News

প্রতিশ্রুতি পূরণ!ধূপগুড়ি মহকুমা হবে, নবান্নে বসে আনুষ্ঠানিক ঘোষণা করলেন মমতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। স্থানীয়দের দাবিকে মান্যতা দিয়ে মহকুমা হচ্ছে ধূপগুড়ি। সোমবার নবান্ন থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বানারহাটের কিছু অংশ ও ধূপগুড়ি নিয়ে তৈরি হচ্ছে আলাদা মহকুমা।সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ধূপগুড়ি মহকুমা হচ্ছে। ধূপগুড়ি শহর, গ্রামীণ ও বানারহাটের একাংশ নিয়ে মহকুমা করার পরিকল্পনা করা হয়েছে। এব্যাপারে প্রশাসনিক আধিকারিকরা কথা বলছেন।’ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে স্থানীয়দের দাবি মেনে নতুন মহকুমা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা গঠন হবে। এর পরই বিজেপির দখলে থাকা আসনটি ৪০০০ এর বেশি ভোটে ছিনিয়ে নেয় তৃণমূল। তার পর থেকেই আনুষ্ঠানিকভাবে মহকুমা গঠনের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন স্থানীয়রা। যদিও সেই অপেক্ষা দীর্ঘায়িত করলেন না মুখ্যমন্ত্রী। ঘাসফুল ফুটল এবার ধুপগুড়িতেও। উপনির্বাচনে ৪৩৮৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি গিয়েছিল বিজেপি দখলে। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিষ্ণুপদ রায়। ২৫ জুলাই প্রয়াত হন তিনি। উপনির্বাচনে এবার ওই আসনটি হাতছাড়া হয়ে গেল গেরুয়াশিবিরের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *