প্রসেনজিৎ ধর :- স্পেন সফরের ২ দিন আগে রাজ্য মন্ত্রিসভায় রদবদল করলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রদবদলে দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রদীপ মজুমদারের। দফতর হারালেন বাবুল সুপ্রিয় ও অরূপ রায়।সোমবার মন্ত্রিসভায় একাধিক রদবদল করা হয়েছে, এমনটাই নবান্ন সূত্রে খবর। এদিকে আরও দায়িত্ব বাড়তে চলেছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং প্রদীপ মজুমদারের। অরূপ রায় পাচ্ছেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের দায়িত্ব। তাঁর হাতছাড়া হচ্ছে সমবায় দপ্তরটি। সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব পাচ্ছেন প্রদীপ মজুমদার। এতদিন পঞ্চয়েত দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। এবার তাঁর দায়িত্ব আরও বাড়তে চলেছে।মন্ত্রিসভা পুনর্গঠনে জ্যোতিপ্রিয় মল্লিককে বন দফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। দিকে দিকে সমহায় তছরূপের অভিযোগের মধ্যে অরূপ রায়কে সমবায় দফতর থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বদলে দায়িত্ব দিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে। অরূপ রায়কে দিলেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের দায়িত্ব। বাবুলের হাত থেকে ইন্দ্রনীল সেনের হাতে গেল পর্যটন দফতর। বাবুলের হাতে এল তথ্যপ্রযুক্তি ও অপ্রচলিত শক্তি দফতর। রাজ্য মন্ত্রিসভায় রদবদল নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। তবে নতুন কেউ যে সেখানে ঠাঁই পাচ্ছেন না তা স্পষ্ট হয়েছিল আগেই। এরই মধ্যে রাজভবন থেকে ফাইল ফেরত না আসায় স্পেন সফরের আগে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় রদবদল করতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত রাজভবন থেকে ফাইল ফেরত যায় নবান্নে। এর পরই সোমবার ঘোষণা করা হয় রদবদলের বিস্তারিত।