দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকস্তরে ভর্তির দিনক্ষণ বাড়াল উচ্চশিক্ষা দফতর। ভর্তির সময়সীমা বাড়িয়ে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। সোমবার এ বিষয়ে উচ্চশিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম দফার ভর্তির কাজ শেষ হয়েছে। কিন্তু তারপর দেখা গিয়েছে, বহু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এখনও অনেক আসন ফাঁকা রয়েছে। তাই এমন আসন ফাঁকা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে প্রয়োজন মতো তাদের অনলাইন পোর্টাল খুলে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালাতে পারবে। উল্লেখ্য, স্নাতকস্তরে ভর্তির শেষ তারিখ ছিল ৩১ জুলাই পর্যন্ত। সেই সময়সীমা বাড়িয়েই আগামী ২০ তারিখ পর্যন্ত করা হল।ইতিমধ্যে একাধিক কলেজে স্নাতকস্তরের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তবে অধিকাংশ কলেজে ৬০-৭০ শতাংশ আসন পূর্ণ হলেও একাধিক শাখায় এখনও বহু আসন ফাঁকা। কিছু কিছু শাখায় ভরতি অত্যন্ত নগণ্য। নতুন নতুন বিষয় চালু করেও কোনও লাভ হচ্ছে না বলে অভিমত কলেজ কর্তৃপক্ষের। পড়ুয়ার সংখ্যা একেবারে নগণ্য। তাই এবার ফের একবার কলেজে ভরতির পোর্টাল খোলা হল। অর্থাৎ সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত স্নাতকস্তরে ভরতি হওয়ার সুযোগ থাকছে।চলতি বছরে ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট’ চালু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভরতিতে গোটা দেশের জন্য চালু হয়েছে এই অভিন্ন প্রবেশিকা পরীক্ষা। গত এপ্রিল মাসে এ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির জন্য স্নাতকে ভরতিতে কেন্দ্রীয় অনলাইন প্রক্রিয়া চালু নিয়ে আলোচনা হয়। প্রস্তাব যায় নবান্নে। রাজ্যে সাধারণ প্রবেশিকা চালু না হলেও কেন্দ্রীয়ভাবে ভরতি প্রক্রিয়া শুরু হয় এবছর।