প্রসেনজিৎ ধর, কলকাতা :- বুধবার ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। এই আবহে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কেই দলের বিরুদ্ধে কথা বলতে শোনা যাচ্ছে। এই ভিডিয়োটি হাতিয়ার করে তা সামনে এনেছে তৃণমূল কংগ্রেস |তৃণমূল কংগ্রেস একটি ভিডিয়ো তাদের দলের এক্স–হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে দেখা এবং শোনা যাচ্ছে, একজন মহিলাকে সামনে বসিয়ে কিছু কথা বলছেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন, ‘যেদিন ইডি–সিবিআই আমার দলের একটা লোককে ধরবে যে কোরাপশনের সঙ্গে যুক্ত ছিল বা আছে, আমি অনেক বেশি খুশি হবো।’ আর রূপা গঙ্গোপাধ্যায়ের বিস্ফোরক এই মন্তব্যই হয়ে উঠল তৃণমূলের তুরুপের তাস। যা ছড়িয়ে দিয়ে মানুষকে বলা হয়েছে, দেখুন। নিজের মুখেই দলের বিরুদ্ধে কী বলছেন বিজেপির হেভিওয়েট নেত্রী।এদিকে একুশের বিধানসভা নির্বাচন থেকে হারতে সুরু করেছে বিজেপি। সম্প্রতি হেরেছে ধূপগুড়ি বিধানসভা। এমন একটা প্রেক্ষাপটে রূপা গঙ্গোপাধ্যায়ের ভিডিয়ো আরও বিতর্ক উস্কে দিল। তাতে বেশ অস্বস্তিতে পড়েছে বিজেপি। কিন্তু এখনও কোনও প্রতিক্রিয়া বঙ্গ–বিজেপির নেতাদের কাছ থেকে মেলেনি। আবার প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি তৃণমূলে যোগ দেবেন রূপা? এবার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ভিডিয়ো–কে হাতিয়ার করে কেন্দ্রের ‘চক্রান্তে’র বিরুদ্ধে সোচ্চার হল তৃণমূল কংগ্রেস।
Hindustan TV Bangla Bengali News Portal