দেবরীনা মণ্ডল সাহা :- দুবাই বিমানবন্দরের লাউঞ্জে হঠাতই দেখা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্ঘের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সৌজন্যে আপ্লুত মুখ্যমন্ত্রী। নিজেই ফেসবুকে ছবি দিয়ে সেকথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাঁদের এই আকস্মিক সাক্ষাতের শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর কথোপকথন নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য বিধানসভার শুভেন্দু অধিকারী। তিনি টুইট করে লিখেছেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কী কথা হয়েছে, তা তিনি অনুমান করতে পারেন।বিক্রমসিঙ্ঘে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান, তিনি বিরোধী জোটের নেতৃত্ব দেবেন কি না? উত্তরে ‘ওহ্ মাই গড’ বলে হাসতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলায় আসার আমন্ত্রণও জানান মমতা। পাল্টা বিক্রমসিঙ্ঘে তাঁকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানান। লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিল্লির গদি থেকে উৎখাতের ডাক দিয়ে দেশের বিজেপি বিরোধী দলগুলি এক ছাতার তলায় এসেছে। গঠিত হয়েছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। শাসক জোটের বিরুদ্ধে বিরোধী জোটের মুখ কে হবেন, তা নিয়ে গত কয়েক দিন ধরেই জাতীয় রাজনীতিতে চর্চা চলছে। এর মধ্যেই শ্রীলঙ্কার প্রেসিডেন্টের তৃণমূলনেত্রীকে বিরোধী জোটের নেতৃত্ব দেওয়া নিয়ে প্রশ্ন বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বুধবার ভারতীয় সময় সকাল পৌনে ১০টা নাগাদ দুবাই থেকে মাদ্রিদের উদ্দেশে রওনা দেন মমতা এবং তাঁর সফরসঙ্গীরা। এদিন দুবাই বিমানবন্দরে অপেক্ষা করার সময় আচমকাই শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়ে যায় তাঁর। দু’জনে একান্তে খানিকক্ষণ কথাবার্তাও বলেন।