প্রসেনজিৎ ধর :- হলদিয়ার একটি সমবায় ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটা থানা এলাকায় একটি সমবায় ব্যাঙ্কে।ভল্ট থেকে প্রায় ১২ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার দুপুর ১২.১০ মিনিট নাগাদ হলদিয়ার চকলালপুর গরানখালি দেউলপোতা সমবায় সমিতিতে ডাকাতির ঘটনা ঘটে। কপালে বন্দুক ঠেকিয়ে প্রায় ১২ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ৬ জন ডাকাত।সমবায় সমিতির ম্যানেজার বলেন, প্রথমে একজন হেলমেট পরে ব্যাঙ্কে ঢোকেন। তারপর ওই ব্যক্তিকে হেলমেট খুলতে বললে আচমকায় তিনি বন্দুক বের করেন। বলেন আমরা ডাকাত, ব্যাঙ্কে ডাকাতি করতে এসেছি, এরপর আরও তিনজন ঢোকে। বন্দুক দেখিয়ে ক্যাশিয়ারকে সিসিটিভির হার্ডডিস্ক কোথায় রয়েছে তা জিজ্ঞাসা করে। দুষ্কৃতীরা প্রথমে পুরো হার্ডডিস্ক খুলে নেয়। তারপরই ভল্ট ভেঙে এর পর গ্রাহকদের ১২লক্ষ টাকা লুট করে তারা। ওই সময় ব্যাঙ্কে উপস্থিত থাকা সকলকে একটি বাথরুমের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ দেয় চম্পট দেয় ডাকাতরা। ঘটনাস্থলে পৌঁছয় সুতাহাটা থানার পুলিশ। শুধু তাই নয়, ডাকাতির পর বেরিয়ে যাওয়ার সময় ব্যাঙ্কের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক পর্যন্ত খুলে নিয়ে যায় ডাকাতেরা। ফুটেজ না-থাকায় ঘটনার তদন্ত করতে এসে অসুবিধায় পড়েছে সুতাহাটা থানার পুলিশ। কীভাবে এবং কোথা দিয়ে ডাকাত দল ঢুকেছে, তা দেখা যায়নি। এখন ব্যাঙ্কের আশপাশে যে সব দোকান এবং বাড়িতে সিসি ক্যামেরা আছে, তার ফুটেজ সংগ্রহ করে ডাকাতদলকে চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা।