দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাতর দেহ। বৃহস্পতিবার সকালে দুটি বাড়ির মাঝখানের নালা থেকে এক সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানার বিধাননগর পুরো নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের উদয়ন পল্লী এলাকাতে। বাগুইআটি এলাকায় বসবাসকারী এক বৃদ্ধার বাড়ির জল আটকে ছিল। সেই কারণে নালা পরিষ্কার করতে যান তিনি। আর কাছে যেতেই রীতিমতো আঁতকে উঠলেন। দেখলেন নর্দমায় পড়ে একটি শিশুর হাত। দ্রুত এলাকাবাসীকে ডাকার পাশাপাশি খবর দেন স্থানীয় ক্লাবে। পরে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানতে পারা যায়নি। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকার কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই বলেন, “আমরা সকাল সাতটা নাগাদ খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানাই। খবর পেয়ে বাগুইআটি থানা আসে। তারা উদ্ধার করে নিয়ে যায় সদ্যোজাতকে।”যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
Hindustan TV Bangla Bengali News Portal