দেবরীনা মণ্ডল সাহা :-লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল। মঙ্গলবার আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল পেশ করেন। দীর্ঘ আলোচনার পর নতুন সংসদ ভবনে এই বিল পেশ হয়। এই বিল পাস হলে দেশের সংসদে ও বিধানসভা ৩৩ শতাংশ আসন পাবেন মহিলারা। বিলটি পাস হবে। তারপর রাষ্ট্রপতি সাক্ষর করলে সেটি আইনে পরিণত হবে। তবে তার পরেই সংসদ ও বিধানসভায় এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ পাবেন না মহিলারা। তার জন্য অপেক্ষা করতে হবে ২০২৯ সাল পর্যন্ত।জানা যাচ্ছে বিলি পাস হওয়ার পর সংসদের আসন ডিলিমিটেশন করা হবে। তারপর সংরক্ষণ পাবেন মহিলারা। মঙ্গলবার নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশন চলছে। সেখানে মোদি বলেন, মহিলা সংরক্ষণ বিলের নাম দেওয়া হবে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। প্রধানমন্ত্রী বলেন, “অটলবিহারী বাজপেয়ীর আমলে বেশ কয়েকবার এই বিল পেশ করা হয়। কিন্তু যথেষ্ট সমর্থনের অভাবে পাশ করানো যায়নি এই বিল। তবে আমি মনে করি ভগবান আমাকেই বেছে নিয়েছেন এই বিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ”
এখন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে মহিলা সংরক্ষণ বিলে?
লোকসভার এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
দেশের সব বিধানসভার জন্যই এই আইন লাগু হবে। অর্থাত্ বিধানসভাগুলিতেও এক তৃতীয়াংশ আসন থাকবে মহিলাদের জন্য।
দিল্লি বিধানসভার এক তৃতীয়াংশ আসন তপসিলি জাতিদের জন্য সংরক্ষিত ছিল। সেটি এবার মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে যাবে।
আইন লাগু হবে দেশের লোকসভা ও বিধানসভা আসন পুনর্গঠন হওয়ার পর।
ওয়াকিবহাল মহলের অনুমান, লোকসভা নির্বাচনের আগে মহিলা ভোটারদের মন জয় করতেই এই বিল পাশের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।