Breaking News

ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে নুসরত জাহানের কাছে আরও নথি তলব ইডির!অভিযুক্ত সংস্থার ডিরেক্টর রাকেশকে আবার তলব

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকে আবার তলব করল ইডি। এর আগে এক বার ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু নির্দিষ্ট দিনে রাকেশকে দফতরে প্রবেশ করতে দেখা যায়নি। আগামী সপ্তাহে কেন্দ্রীয় সংস্থা আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। ইডি সূত্রে খবর, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের কাছ থেকেও আরও কিছু নথি চেয়ে পাঠানো হয়েছে। তবে তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেনি কেন্দ্রীয় সংস্থা।ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা কয়েকজনকে নিয়ে এক সন্ধ্যায় ইডি দপ্তরে পৌঁছে গিয়েছিলেন। অভিযোগ ছিল, তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন। সেই টাকা ফেরত চান প্রতারিতরা। ইডি তদন্তের আরজি জানানো হয়। নুসরত এরপর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানান, তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িত নন। চাইলে নথি দিয়ে প্রমাণ করে দেবেন। এর পরই আচমকা ইডি নুসরতকে নোটিস পাঠিয়ে তলব করে। ইডির তরফে জানানো হয়, ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।তলবে সাড়া দিয়ে ইডি দপ্তরে হাজিরাও দিয়েছিলেন নুসরত জাহান। দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। এবার নুসরতের কাছে ফ্ল্যাট সংক্রান্ত আরও নথি তলব করল ইডি।মূলত, যে সময় ডিরেক্টর পদে ছিলেন নুসরত, সেই সময়ের নথি তলব করা হয়েছে। কী কী কাজ করতে হত তাঁকে। কোন কোন মিটিং করেছেন পদে থাকাকালীন। অন্য কোনও অ্যাকাউন্ট ছিল কি না, তা জানতে চাওয়া হয়েছে। এই সপ্তাহের মধ্যে সমস্ত নথি জমা দিতে বলা হয়েছে৷ এই নথি তদন্ত সহযোগিতা করবে বলেই খবর। নুসরত হাজিরা দিলেও আগের দিন রাকেশকে ইডি দফতরে যেতে দেখা যায়নি। তাঁকে আগামী সপ্তাহে আবার ডেকে পাঠানো হয়েছে। এ বার তিনি হাজিরা দেবেন কি না, সেটাই দেখার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *