Breaking News

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসছে!মঙ্গলবার চূড়ান্ত পর্যায়ের আলোচনা সারতে বৈঠক কর্তৃপক্ষের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছল সিসিটিভি বসানোর টিম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসবেন তারা। এরপর ক্যামেরা বসানোর সম্ভাব্য জায়গা পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। তারপরই চূড়ান্ত হতে পারে সিদ্ধান্ত। ক্যাম্পাস চত্বর এবং মেন হস্টেল মিলিয়ে মোট ২৯টি ক্যামেরা বসানোর কথা রয়েছে। কোন কোন জায়গায় সিসি ক্যামেরা বসানো হবে, তা আগেই ঠিক হয়েছিল। বৈঠকে সেই বিষয়টি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা হবে বলে কর্তৃপক্ষ সূত্রে খবর।যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রের খবর কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে তা আগেই নির্ধারণ করা হয়েছে। এবার স্থান নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা হবে। ছাত্র-ছাত্রীদের সমস্যা না করে সিসিটিভি বসানোর বিষয়ে নিশ্চিত হতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্রথম পর্যায়ে ২৯টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। ক্যামেরা বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েবেলকে। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন, প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মেন হস্টেলের আবাসিক প্রথম বর্ষের পড়ুয়া ব়্যাগিংএর শিকার হয়। হস্টেলের তিন তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। কী করে পড়ে গিয়েছিল – তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল না ছাত্র আত্মহত্যা করেছিল তা নিয়ে তদন্ত করছে পুলিশ। কিন্তু সেই থেকেই বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ও মেন হস্টেলে সিসি ক্যামেরা বসানোর দাবি উঠেছিলে। তবে সিসি ক্যামেরা নিয়ে জটিলতাও তৈরি হয়েছিল। পড়ুয়া, শিক্ষক প্রতিনিধি, গবেষেক প্রতিনিধিদের নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠক করেছিল জট কাটাতে। তারপরই সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *