সৃজিতা মুখার্জি :- দীর্ঘ টালবাহানা কাটিয়ে আজই ফের বাংলায় আসছেন অমিত শাহ। আজই তিনি মতুয়াগড়-ঠাকুরনগরে নাগরিকত্ব নিয়ে কী বার্তা দিচ্ছেন সেই নিয়ে অপেক্ষায় রয়েছে গোটা বাংলা। অনন্ত মহারাজের বাসভবনেই মধ্যাহ্নভোজ সেরে মদনমোহন মন্দির দর্শনে যাবেন শাহ। এমনকি রাসমেলার মাঠে পরিবর্তন যাত্রারও সূচনা করবেন তিনি। এরপরের গন্তব্য ঠাকুরনগর, দুপুর ৩.৪৫ নাগাদ ঠাকুরনগর মাঠে জনসভা শুরু করবেন শাহ।
আসন্ন নির্বাচন জিততে গেরুয়া শিবির যেভাবে মরিয়া হয়ে উঠেছে তাতে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। তাই বাংলায় নিজেদের পদ আনতে এবার মতুয়াদেরই লক্ষ্য করেছে বিজেপি। অন্যদিকে আজ বাংলায় এসে মতুয়াদের উদ্দেশ্যেও শাহ কী বলবেন সেই নিয়েও উতসুক রয়েছে মতুয়া গোষ্ঠী। প্রসঙ্গত, যদিও গতকাল রাতে অমিত শাহ বাংলাতেই একটি ট্যুইট করে লেখেন “আমি উৎসুক, আগামীকাল বাংলায় উপস্থিত হওয়ার জন্য। কোচবিহার থেকে পরিবর্তন যাত্রার চতুর্থ পর্যায় সূচিত হবে এবং ঠাকুরনগরে জনসভা অনুষ্ঠিত হবে।পশ্চিমবঙ্গের কলকাতায় আমি আমাদের সোশ্যাল মিডিয়ার স্বেচ্ছাসেবীদের সাথেও আলাপচারিতায় অংশগ্রহণ করব।”