দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের সম্পত্তির হিসেব জমা পড়ল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মতো, আজ বৃহস্পতিবার মুখবন্ধ খামে জমা পড়েছে সেই সব তথ্য।এদিন ইডি আদালতে জানায়, যা তথ্য পাওয়া গিয়েছে, তা রিপোর্ট আকারে জমা দেওয়া হয়েছে। আরও তদন্ত চলছে। ইডি-র দেওয়া রিপোর্টে উল্লেখ রয়েছে অভিনয় জগতের সঙ্গে যুক্ত এক ব্যক্তির। ইডি-র দাবি, ওই ব্যক্তি ৪৪ লক্ষ টাকা নিয়েছিলেন পরে সেই টাকা ফেরতও দিয়েছিলেন। তবে কোনও অভিনেতার কথা বলা হয়েছে, তা প্রকাশ্যে আসেনি। রিপোর্ট দেখে বিচারপতি সিনহা এদিন ইডি-কে প্রশ্ন করেন, “এত কিছুর পর মাত্র একজনের হদিশ পেলেন?” তাঁর পর্যবেক্ষণ, ‘এটা বিশ্বাসযোগ্য নয় যে ফিল্ম ইন্ডাস্ট্রির মাত্র একজন থাকবেন এই মানি ট্রেলে। আপনাদের আগের কথা শুনে সেরকম মনে হয়নি।’এখনও পর্যন্ত তদন্তে ইডি যা পেয়েছে, সঙ্গে কিছু সিনেমা জগতের কিছু ব্যক্তির যোগ পেয়েছেন তদন্তকারীরা। এদেরও সমস্ত সম্পত্তির খতিয়ান পেশ করতে নির্দেশ ইডিকে। কলকাতা পুলিশ এ বিষয়ে কোনও তদন্ত করতে পারবে না। তবে হাইকোর্টের নির্দেশে তদন্ত চালিয়ে যাবে সিবিআই, ইডি।
Hindustan TV Bangla Bengali News Portal