দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বিশ্বভারতীর বিদেশি পড়ুয়াকে অপহরণ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্ত্বরে। বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই ছাত্র বিদেশি। তাঁর বাড়ি মায়ানমারে। বিশ্বভারতীর সংস্কৃত বিভাগের পিএইচডি স্কলার ফাইনাল ইয়ারের ছাত্র। কী কারণে তাঁকে অপহরণ করা হল, তা এখনও স্পষ্ট নয়। ওই ছাত্রের নাম পান্না।শান্তিনিকেতনের ইন্দিরা পল্লি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন ছাত্র। ওই বাড়িতে তাঁর এক বন্ধুও থাকতেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ সাত-আট জন দুষ্কৃতী গাড়ি নিয়ে ওই বাড়িতে চড়াও হয়। ইন্দিরা পল্লি এলাকায় কয়েকটি বাড়িতে প্রথমে ছাত্রের ছবি নিয়ে খোঁজ শুরু করেন দুষ্কৃতীরা। তার পর ছাত্রটিকে খুঁজে পান তাঁরা। ছাত্রটিকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা। ছাত্রের ফোনও হাতানো হয় বলে অভিযোগ।বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন ছাত্রের বন্ধু। তার পরই নড়েচড়ে বসেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। থানায় মেল করে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে অপহরণ না কি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।তবে এই ঘটনার পিছনে অপহরণের যোগ-ই রয়েছে না অন্য কোনও বিষয়ে রয়েছে সেই বিষয়গুলোও খতিয়ে দেখছে পুলিস। তবে বিশ্বভারতীর অধিকাংশ ছাত্র-ছাত্রী শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় ভাড়া থাকেন, এমন ঘটনা প্রকাশ্যে আসার পরে সকলের মধ্যেই আতঙ্ক, উদ্বেগ ছড়িয়েছে। অভিভাবকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। প্রসঙ্গত, কদিন আগেই ইউনেসকোর তরফে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে কবিগুরুর শান্তিনিকেতন।
Hindustan TV Bangla Bengali News Portal