Breaking News

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সার্চ কমিটিতে কারা থাকবেন তার তালিকা তৈরি, জানালেন রাজ্যপাল!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-সুপ্রিম কোর্টের নির্দেশে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটির প্রতিনিধিদের তালিকা তৈরি করা হল। এতদিন রাজ্য সরকার বনাম রাজভবন লড়াই তুঙ্গে উঠেছিল। উপাচার্য একতরফাভাবে নিয়োগ করছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার প্রেক্ষিতে মামলা করে রাজ্য সরকার। তখন সুপ্রিম কোর্ট সার্চ কমিটি তৈরি করার নির্দেশ দেয়। সমন্বয় রেখেই কাজ করতে নির্দেশ দেওয়া হয় রাজ্যপালকে। এবার সেই গুঁতো খেয়ে তাঁদের নাম সর্বোচ্চ আদালতে পেশ করবেন বলে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।ওই সার্চ কমিটিতে কি ভিন রাজ্যের কেউ থাকবেন? এ প্রশ্নের জবাব এদিন এড়িয়ে গিয়েছেন রাজ্যপাল। স্বাভাবিক ভাবেই ওই জল্পনাও মাথাচাড়া দিয়ে উঠছে।রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সরকারের মধ্যে সংঘাতের আবহ দীর্ঘদিনের। সেই সংঘাত মেটাতে খোদ সুপ্রিম কোর্ট একটি সার্চ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল। শীর্ষ আদালতের বক্তব্য ছিল, আর একতরফা স্থায়ী উপাচার্য নিয়োগ নয়। স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করে আলোচনার মাধ্যমে উপাচার্য নিয়োগ করতে হবে। ওই কমিটিতে থাকার জন্য রাজ্য, রাজ্যপাল এবং ইউজিসিকে কমপক্ষে ৩-৫জন বিশিষ্ট ব্যক্তির নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে।এই রায়কে স্বাগত জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু রাজ্যপাল চুপ করে ছিলেন। ১০ দিনের মধ্যে সব পক্ষকে ৩ থেকে ৫ জন বিশিষ্ট ব্যক্তির নাম পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতির দীপঙ্কর দত্তর বেঞ্চ। আর তাতেই চাপে পড়ে এবার সার্চ কমিটি তৈরি করে পাঠানো হচ্ছে।অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে এখনও কোনও প্রতিনিধির নাম ঘোষণা করা হয়নি। তবে আজ রাজভবনে দাঁড়িয়ে এক অনুষ্ঠানের ফাঁকে রাজ্যপাল বলেন, ‘‌মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সার্চ কমিটি গড়ার জন্য সদস্যদের নামের তালিকা তৈরি হয়ে গিয়েছে। সেই তালিকা পাঠানো হবে। রাজভবন রাজনীতির জায়গা নয়। সংঘাত মুক্ত হওয়ার জায়গা হওয়া উচিত।’‌ আগে রাজ্যপালের বিরুদ্ধে ভিনরাজ্যের অফিসারদের দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ এবারেও উঠছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *