সৃজিতা মুখার্জি :- মূল দাবি কিন্তু গ্রেটার কোচবিহার রাজ্য! কিন্তু এই দাবিতেই কী তাহলে তিনি রথযাত্রা সূচনায় উপস্থিত হলেন না? এসব তো জল্পনা আপাতত ‘গ্রেটার কোচবিহার পিপল্স অ্যাসোসিয়েশন’ (জিসিপিএ)-এর নেতা অনন্ত রায় আস্তানাতেই যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সাথে একটা ছোট্ট সাক্ষাত হবে বলে মত অমিত শাহের। প্রসঙ্গত, বাংলার সাথে সাথে অসমেও আসন্ন ভোট, অনন্তের দাবি মতো কোচবিহার ছাড়াও উত্তরবঙ্গে আরও অনেক আসনের ফলই এ দিক ও দিক করে দিতে পারে রাজবংশী ভোট। আর এই ভোটের অতীতের ফল দেখে বোঝা গিয়েছে তা কতটা গুরুত্বপূর্ণ তাই সেই কথা মাথায় রেখেই প্রতিটা পদক্ষেপ ফেলছে গেরুয়া শিবির। এমনকি অনন্ত রায়ের দাবি ‘‘আমাদের কয়েকটি দাবি তিনি মেনে নেবেন ও ঘোষণা করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এখনও আমাদের মূল দাবি কিন্তু গ্রেটার কোচবিহার রাজ্য। আমরা তো এনডিএ-র শরিক দল। আমাদের সমর্থন তো আছেই। কিন্তু আমি কাউকে এটা বলি না যে, কোথায় ভোট দিতে হবে। সবাই নিজের মতো ভোট দেবে।’’