দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দরজার নীচ থেকে বেরিয়ে আসছে চাপ চাপ রক্ত। দেখতে পেয়েছিলেন প্রতিবেশীরা। তাঁরাই থানায় খবর দেন। কৈখালিতে একটি বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মাঝবয়সী এক মহিলার দেহ। এয়ারপোর্ট থানার পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে দেহটি উদ্ধার করেছে। ঘটনার সূত্রপাত বুধবার সকালে। এদিন এয়ারপোর্ট থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা খবর পান, কৈখালির সংহতি পার্ক এলাকার একটি ফ্ল্যাট থেকে বের হচ্ছে রক্ত। স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় এয়ারপোর্ট থানার পুলিশ। ধাক্কা দিতেই খুলে যায় ফ্ল্যাটের দরজা। ভিতরে ঢুকে পুলিশ আধিকারিকরা দেখতে পান, মেঝেতে চাপ চাপ রক্ত। ভিতরে নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন মধ্যবয়সী রানী সুরানা নামে এক মহিলা। পুলিশ জানিয়েছে, ওই মহিলার হাতের শিরা কাটা ছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাড়ির মালিক রিশা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে এয়ারপোর্ট থানায়।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মঙ্গলবার রাতেই হাত কাটা অবস্থায় ওই মহিলা তিন তলায় বাড়িমালিকের ফ্ল্যাটে গিয়েছিলেন। তবে ঘটনার গুরুত্ব বুঝতে না পেরে তিনি পুলিশকে কোন কিছুই জানাননি রাতে। স্বাভাবিকভাবেই রহস্য দানা বাঁধছে রানি সুরানার মৃত্যু ঘিরে। প্রশ্ন উঠছে কেন বাড়ির মালিক রক্তাক্ত মহিলাকে দেখেও পুলিশকে খবর দিলেন না। তাঁর চিকিৎসারও ব্যবস্থা করেননি কেন? তদন্তে এয়ারপোর্ট থানার পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal