Breaking News

রাজ্যের বকেয়া আদায়ে সত্যাগ্রহে তৃণমূল!রাজঘাট থেকে অভিষেক সহ তৃণমূল নেতাদের বের করে দিল দিল্লি পুলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের ধরনার প্রথম দিনেই বিপত্তি | রাজঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ধরনা বন্ধ করার নির্দেশ দিল দিল্লি পুলিশ | বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি র‍্যাফ মোতায়েন করা হয়েছে রাজঘাট চত্বরে | রাজঘাটের মূল গেটও বন্ধ করে দেয় পুলিশ | তৃণমূল নেতা কর্মীদের সরে যাওয়ার জন্য পাঁচ মিনিট সময় দেয় দিল্লি পুলিশ | রাজ্যের বকেয়া আদায়ে আজ দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতারা | কলকাতা থেকে বাসে চড়ে দিল্লি গিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থক ও ‘বঞ্চিতরা’ | সোমবার সকালেই রাজঘাটে গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নেতৃত্বে সেখানে সত্যাগ্রহ শুরু করেছেন তৃণমূল নেতারা | হাতে প্লাকার্ড ও কালো ব্যাজ পরে রাজঘাটে অবস্থান শুরু করেন তাঁরা | রাজঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ধরনা বন্ধ করার নির্দেশ দিল দিল্লি পুলিশ | কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দিল্লি পুলিশের এই ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়| অভিষেকের সাংবাদিক সম্মেলনও মাঝপথে বন্ধ করে দেয় পুলিশ | ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় নেতাদের৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাদের সঙ্গে দিল্লি পুলিশের ধস্তাধস্তিও হয় | সরাসরি কেন্দ্রকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘২০২১ সাল থেেক বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে একাধিকবার দিল্লিতে এসে সৌজন্যতা বজায় রেখে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা করেছি | মুখ্যমন্ত্রী নিজে তিনবার এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন |
বাংলার ১৫ হাজার ২০০ কোটি টাকা গায়ের জোরে আটকে রাখা হয়েছে | কেন্দ্রীয় সরকারের জেদ বাংলার টাকা আটকে রাখবে | বাড়ি প্রাপকদের তালিকায় এই শিশুগুলির পরিবারের নাম ছিল | মহাত্মা গান্ধির সঙ্গে একশো দিনের কাজের বিশেষ যোগ রয়েছে | তাঁর নামেই এই প্রকল্প৷ তাঁর মূর্তিতে মাল্যদান করে আমরা কর্মসূচি শুরু করতে চেয়েছিলাম৷ ১টা ১০ মিনিটে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম | দশ মিনিট অন্তর অন্তর কখনও সিআইএসএফ, দিল্লি পুলিশ এসে এখান থেকে আমাদের চলে যেতে বলছে | মহাত্মা গান্ধি কারও পৈর্তৃক সম্পত্তি নয় | আমরা গান্ধিজির দেখানো পথেই মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে নিজেদের আন্দোলন আরও জোরাল করব | এখানে কোনও রাজনৈতিক স্লোগান দেওয়া হয়নি | শুধু বাংলার টাকা ছাড়তে হবে বলে লেখা প্ল্যাকার্ড আমাদের হাতে ছিল | আগামিকাল যন্তর মন্তরে আমাদের আরও বৃহত্তর কর্মসূচি রয়েছে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *