Breaking News

ডেঙ্গি সংক্রমণ ও মৃত্যু নিয়ে উদ্বেগ!হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের চিকিৎসকের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে ফের ডেঙ্গিতে মৃত্যু। একদিকে ঠাকুরপুকুরে, অন্যদিকে দক্ষিণ দমদমে। ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল রাজ্যে। ঠাকুরপুকুরের ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরেশ সাউ গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন। রক্তের নমুনা পরীক্ষায় ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসে। সোমবার সন্ধেবেলায় মৃত্যু হয় তাঁর।ওদিকে দক্ষিণ দমদমে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। নাম শ্যামলী বন্দ্যোপাধ্যায়। ৫৮ বছরের শ্যামলী বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। পরবর্তী সময়ে তাঁকে উল্টোডাঙার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। রিপোর্টে ডেঙ্গি পজিটিভ আসে। গতকাল তার মৃত্যু হয়। দক্ষিণ দমদম পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাঙুর শ্যামাপ্রসাদ কলোনির বাসিন্দা ছিলেন শ্যামলী বন্দোপাধ্যায় । এই নিয়ে দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। আক্রান্তের সংখ্যা ১০০০-এর কাছাকাছি।চলতি বছরে এখনও পর্যন্ত অন্তত ৫০ জন ডেঙ্গি আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে প্রশাসনও দফায় দফায় বৈঠক করছে। ডেঙ্গি দমনে ব্লু-প্রিন্ট তৈরি করছে। কিন্তু এখনও ডেঙ্গি পর্যন্ত পুরোপুরি সামাল দিয়ে ওঠা সম্ভব হয়নি। এমন অবস্থায় এবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন সঞ্জীবকুমার মুখোপাধ্যায় নামে এক চিকিৎসক। চলতি সপ্তাহেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে হাইকোর্টের হস্তক্ষেপের দাবি তুলেছেন ওই চিকিৎসক। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন পুরনিগম ও পুরসভাগুলি ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ। এমনকী পঞ্চায়েতগুলিও ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ মামলাকারী চিকিৎসকের। উল্লেখ্য, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র-রাজ্য চাপানউতর শুরু হয়ে গিয়েছে। দিল্লি বলছে, ডেঙ্গি নিয়ে রাজ্য তথ্য পাঠাচ্ছে না। আবার রাজ্য বলছে, কেন্দ্র থেকে আর্থিক সাহায্য ঠিকঠাক আসছে না। সেই বিষয়টিও তুলে ধরেও মামলাকারী চিকিৎসক জানাচ্ছেন, এই জাঁতাকলের মধ্যে পড়ে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে।এহেন পরিস্থিতিতে রাজ্যে যখন চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গি, তখন ডেঙ্গি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায়। প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। অবিলম্বে বিশিষ্ট চিকিৎসকদের দিয়ে মেডিক্যাল কমিশন গঠন করে নজরদারির ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে মামলায়। পাশাপাশি মামলায় আবেদন করা হয়েছে, যত্রতত্র আবর্জনা ও জমা জল পরিষ্কার করার জন্য নির্দেশ দিক আদালত। রক্ত পরীক্ষার জন্য মোবাইল ইউনিট চালু করারও আবেদন জানানো হয়েছে। রাজ্য ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ, পুরসভা ও পঞ্চায়েতগুলি কোনও কাজ করছেন না বলে অভিযোগ। ডেঙ্গি নিয়ে কেন্দ্রকে সঠিক পরিসংখ্যান রাজ্য দিচ্ছে না বলেও অভিযোগ করা হয়েছে মামলায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *