Breaking News

‘‌বাংলার মানুষের অধিকারের লড়াই দৃঢ়চিত্তে করে যাব’‌,ধর্নার দ্বিতীয় দিনে গর্জন অভিষেকের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আজও রাজভবনে চলছে ধর্না। গতকাল রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা হয়নি তৃণমূল প্রতিনিধি দলের। কারণ, রাজ্যপাল ছিলেন না রাজভবনে। আর তাই দ্বিতীয় দিনেও চলছে ধর্না। গতকাল ধর্না মঞ্চ থেকেই অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছিলেন যতক্ষন রাজ্যপালের সঙ্গে দেখা হবে না ততক্ষন চলবে ধর্না। আর সেই মতো আজও তৃণমূলের ধর্না অব্যাহত।একশো দিনের কাজের টাকায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দু’দিনের ‘মিশন দিল্লি’। তারপর সেই আন্দোলন চলছে বাংলার মাটিতেও। কাল রাজভবন অভিযান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সারা রাত বাড়ি ফেরেননি তিনি। ঘোষণা করে দিয়েছেন, তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে রাজ্যপাল বোস দেখা না করা পর্যন্ত অবস্থান চলবে। রাজভবনের বাইরে অবস্থান মঞ্চের পাশেই রাত কাটিয়েছেন তিনি। আজ অবস্থানের দ্বিতীয় দিন। শুক্রবার বেলা ১১টা থেকে আবার অবস্থান মঞ্চে বসে পড়েন অভিষেকরা। সঙ্গে রয়েছেন শান্তনু সেন, ডেরেক ও’ব্রায়েন, কুণাল ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের প্রথম সারি নেতারা।আজ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিজের বক্তব্য তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, ‘‌দ্বিতীয় দিনের ধরনায় আমি বাংলার মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যপালের জন্য অপেক্ষা করছি। আমি আন্তরিকভাবে তাঁকে জিজ্ঞাসা করতে চাই, জমিদারদের দেখাতেই কি এড়িয়ে যাচ্ছেন?‌ তিনি যদি ভাবেন, আমরা বাংলার মানুষের বঞ্চনা দেখেও নিষ্ক্রিয় থাকব তাহলে বড় ভুল করবেন। আমি নিশ্চিত করে দিচ্ছি, বাংলার মানুষের অধিকারের জন্য লড়াই দৃঢ়চিত্তে করে যাব।’‌ জমিদারি নিয়ে মন্তব্য করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ তারই জবাব দিলেন অভিষেক। অভিষেক জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল দেখা না করা পর্যন্ত একচুলও নড়বেন না তিনি। স্বাভাবিকভাবেই রাজ্যপালের গতিবিধি নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। বৃহস্পতিবারই উত্তরবঙ্গ থেকে দিল্লি ফিরে গিয়েছেন সি ভি আনন্দ বোস । শোনা যাচ্ছে সেখান থেকে কেরল যেতে পারেন তিনি। আবার কোনও কোনও মহলে জল্পনা, অভিষেকদের যেভাবে চাপ বাড়ছে, তাতে তড়িঘড়ি রাজ্যে ফিরেও আসতে পারেন তিনি।এদিকে অভিষেকদের এই ধর্না নিয়ে আবার সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *