Breaking News

ইরানে নারী-নির্যাতনের বিরুদ্ধে লড়াই,নোবেল শান্তি পুরস্কার পেলেন কারাবন্দি নার্গিস মোহাম্মদি!

প্রসেনজিৎ ধর :- ১৩ বার তাঁকে গ্রেফতার করেছে ইরান সরকার | দোষী সাব্যস্ত হয়েছেন ৫ বার | নিজের জীবদ্দশার ৩১টা বছরই তিনি কাটিয়েছেন কারাগারে | এখনও সেই জেলেই বন্দি৷ পিঠের চামড়া গুটিয়ে দিয়েছে ১৫৪ টা দগদগে চাবুকের মার | ইরানে নারীমুক্তি আন্দোলনের পুরোধা, নির্ভীক সাংবাদিক সেই নার্গিস মোহম্মাদিই নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন এই বছর | ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে নার্গেস মহম্মদির নাম ঘোষণা করল নরওয়েইয়ান নোবেল কমিটি | কে এই নার্গেস মহম্মদি? ইরানে মহিলাদের উপর নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এই মানবাধিকার কর্মী। স্বাভাবিকভবেই ইরানের ধর্মীয় শাসকদের চক্ষুশূল, কারাবন্দি করা হয়েছে তাঁকে। মহিলাদের অধিকারের পক্ষে সোচ্চার এই মহিলাকেই সম্মানিত করল নোবেল কমিটি।নরওয়েইয়ান নোবেল কমিটি জানিয়েছে, ইরানে মহিলাদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার দাবিতে যে লড়াই করছেন নার্গেস মহম্মদী, তার জন্যই তাঁকে শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়েছে। অসলোর নোবেল কমিটি বলেছে, “তাঁর সাহসী সংগ্রামের জন্য, ২০২৩ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গেস মহম্মদীকে ব্যক্তিগত জীববে প্রচুর মাসুল দিতে হয়েছে। ইরানের সরকার তাঁকে ১৩ বার গ্রেফতার করেছে, পাঁচবার তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাঁকে মোট ৩১ বছরের জেল এবং ১৫৪টি বেত্রাঘাতের শাস্তি দিয়েছে। মহম্মদী এখনও কারাগারেই আছেন।” নরওয়েইয়ান নোবেল কমিটি আরও জানিয়েছে, চলতি বছর শষান্তি পুরস্কার বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকায় ২৫৯ জন ব্যক্তি এবং ৯২টি সংস্থার নাম ছিল। এই ৩৫১ টি নামের মধ্য থেকে নার্দেস মহম্মদিকে বেছে নেওয়া হয়েছে।নোবেল কমিটি আরও বলেছে, ইরানের ধর্মীয় শাসকদের, মহিলাদের প্রতি বৈষম্য ও নিপীড়নের নীতির বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার চেয়ে যে হাজার হাজার মানুষ লড়াই করছেন, তাঁদের আন্দেলনকেও স্বীকৃতি জানাচ্ছে এই বছরের নোবেল শান্তি পুরস্কার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *