তৃন্ময় বেরা,ঝাড়গ্রাম:- দেখতে দেখতে একটা গোটা বছর কেটে গিয়েছে, কিন্তু এখনো করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আগের তুলনায় এক এক করে দোকান বাজার খুলেছে ঠিকই কিন্তু সেই অনুযায়ী বিক্রেতা বাড়েনি।
দেখতে দেখতে শীত চলে এলেও কিন্তু এখনো রাজ্যে তেমন করে বড় কোন উৎসব পার্বণ হয়নি। তবে শীতের হিমেল হাওয়ায় চারিদিকে এখন মিঠে সুভাস বইছে, কারণ আর মাত্র দিন কয়েক তারপরেই জঙ্গলমহলে শুরু হবে টুসু পরব৷ প্রতি বছরই জঙ্গলমহলের মানুষেরা এই উৎসবে মেতে উঠেন। এমনকি স্থানীয় লোকজন ছাড়াও অন্যান্য জেলা থেকে অনেকেই এই এলাকায় ভিড় জমায়। শীতের আনন্দ চেটেপুটে ভোগ করতে আট থেকে আশি প্রায় প্রত্যেকেই টুসু উৎসবে হাজির হন। কিন্তু প্রতি বছরের তুলনায় এ বছরের বাতাবরণ যেন একটু অন্যরকম। বিশ্ব জুড়ে চলা করোনা দাপটে মানুষ এখনো যথেস্ট আতঙ্কিত। প্রায় প্রত্যেকেই সামাজিক দূরত্ব মেনে করোনা বিধি মেনে চলছেন ঠিকই কিন্তু তাও করোনা সংক্রমণে রাশ টানা সম্ভব হচ্ছে না। এমনকি করোনা আবহে প্রতি বছরের তুলনায় দাম বেড়েছে রঙিন কাগজ ও রঙের। প্রতিবারের মতন এ বছর জঙ্গলমহলে তেমন করে কোন শিল্পীদেরও দেখা মেলে নি। অন্যদিকে অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে খুবই কম টুসু তৈরী করছেন টুসু শিল্পীরা। যেখানে প্রতিবছর হাজার দুয়েক বিক্রি হতো, সেখানে এ বছর মাত্র ২০০-৩০০ টি করে টুসুর প্রতিমা বানিয়ে পসরা সাজিয়ে বসেছেন গ্রামের শিল্পীরা। এমনকি তারা জানিয়েছেন করোনা পরিস্থিতির জন্য যেমন জিনিসের দাম বেড়েছে, তেমন আগের তুলনায় মানুষের ভিড়ও অনেকটাই কমে গিয়েছে। এমনকি তেমন করে কোনও লোক কেনাকাটাও করছেন না, ফলে ক্ষতির মুখে পড়ছে টুসু ব্যবসায়ীরা।