প্রসেনজিৎ ধর :- নির্বাচন যত আসন্ন ততই বিভিন্ন ইস্যুতে রাজ্যের আইনশৃঙ্খলাকে হাতিয়ার করেছে গেরুয়া শিবির | এবার ফের রাজ্যের পুলিশকে একহাত নিলেন প্রাক্তন পুলিশ কর্তা তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ | এবার ডেবরার বারুনিয়ায় আদিবাসী গৃহবধূ ধর্ষণ ও খুনের ঘটনায় থানার ওসিকে “তৃণমূলের দালাল বলে কটাক্ষ” প্রাক্তন পুলিশ কর্তার | সোমবার সকালে বিজেপি নেত্রী ভারতী ঘোষ ডেবরার দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে যান মৃতা আদিবাসী গৃহবধূর গ্রামে যান | এমনকি আদিবাসী গৃহবধূর গ্রামে গিয়ে ওই পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন | পাশাপাশি এই ঘটনায় ,মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানান বিজেপি নেত্রী |
এদিন ওই ঘটনায় দোষীদের শাস্তির জন্য গেরুয়া শিবির সবরকম সাহায্য করবে বলেও প্রতিশ্রুতি দিয়ে যান ভারতী ঘোষ | এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতী ঘোষের দাবি পুলিশ ইচ্ছা করে আটকে রেখেছে এই ঘটনার ময়নাতদন্তের রিপোর্ট | এমনকি এই রিপোর্ট না দেখিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ দাহ করার কথা বলছে বলেও অভিযোগ তাঁর | বিজেপি একুশের নির্বাচনে ক্ষমতায় এলে এই ঘটনায় সিবিআই তদন্তের প্রতিশ্রুতিও দেন ভারতী ঘোষ | প্রসঙ্গত, ডেবরার বারুনিয়া বাজার এলাকায় থাকতেন ওই আদিবাসী মহিলা | শনিবার সন্ধেয় তাঁর স্বামী একটি কাজে বেরিয়ে যান | কাজ সেরে বাড়ি ফিরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাননি | এরপর রবিবার সকালে ডেবরার খোলাবাজার এলাকায় এক মহিলার দেহ উদ্ধার হয় | আদিবাসী ওই মহিলার স্বামীর অভিযোগ, স্ত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে | এদিকে, এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে ডেবরার ইসলামপুরে দফায় দফায় পথ অবরোধ করেন স্থানীয়রা |