প্রসেনজিৎ ধর, কলকাতা :- ইডির তলবে সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা । এই প্রথমবার নিয়োগ মামলায় তলব করা হয় তাঁকে। বুধবার বেলা ১০টা ৫৭মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সূত্রের খবর, ইডির নোটিস অনুযায়ী, বুধবার সকাল ১১টায় রুজিরার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সময়ের আগেই রুজিরা পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। একটি সাদা গাড়িতে তাঁকে প্রবেশ করতে দেখা যায়। দফতরে প্রবেশ করেই তিনি সোজা চলে যান ৬ তলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। সেখানেই তাঁর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে সূত্রের খবর। এদিকে রুজিরার হাজিরাকে ঘিরে সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয় নিরাপত্তা। প্রচুর পুলিস মোতায়ন করা হয়েছে। ব্যারিকেট দিয়ে ঘিরে দেওয়া গিয়েছে সিজিও কমপ্লেক্সের গেট। জানা গিয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে নিয়ে, যে সব তথ্য পাওয়া গিয়েছে, তার ওপর ভিত্তি করেই একাধিক প্রশ্ন তৈরি করেছে ইডি। রুজিরাকে ইডি যেসব প্রশ্ন করতে পারে, সেগুলো হল-
১) লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর পদে কবে যোগ দিয়েছিলেন?
২) কেন সেই পদ থেকে পড়ে সড়ে গেলেন?
৩) এই সংস্থার কাজ কী ছিল?
৪) নিয়োগ দুর্নীতির টাকা এই সংস্থার অ্যাকাউন্টে এলো কিভাবে?
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করে। যদিও তাঁরা সকলেই গরহাজির ছিলেন। তার পর গত ৪ অক্টোবর, বুধবার অভিষেকের স্ত্রী রুজিরাকেও নোটিস পাঠানো হয়। এর আগে বিদেশ থেকে সোনা আনার মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন রুজিরা। প্রতিবারই তিনি হাজিরা দিয়েছেন এবং নথিপত্র তুলে দিয়েছেন তদন্তকারীদের হাতে। তবে এই প্রথমবার নিয়োগ মামলায় তলব করা হয়েছে তাঁকে।
Hindustan TV Bangla Bengali News Portal