দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। এবার যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে ডিভিশন বেঞ্চের মন্তব্য, শুধুমাত্র ফোনে কথা বলে অধ্যক্ষকে অপসারণের নির্দেশ না দিলেই ভালো করত সিঙ্গল বেঞ্চ।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা এবং অধ্যাপক অচিনা কুণ্ডুকে পদ থেকে অপসারিত করা হয়। ইউজিসির নির্ধারিত যোগ্যতা তাঁদের নেই বলেই দাবি করা হয়। তিনি আর কলেজে ঢুকতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছিল। প্রয়োজনে সিবিআইকে তদন্তভার দিতে পারেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন বিচারপতি।মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। বুধবার ওই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অধ্যক্ষ অপসারণের নির্দেশ খারিজ হয়ে যায়। ফের স্বপদে বহাল অধ্যক্ষ। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, অধ্যক্ষের কলেজে প্রবেশের ক্ষেত্রে কোনও বাধা নেই। অক্টোবরের স্বাভাবিক বেতনও পাবেন তিনি। সেই অনুযায়ী আগামিকাল সকাল ৯টায় আদালত নিযুক্ত স্পেশাল অফিসার অধ্যক্ষের অফিসের তালা খুলে দেবেন।এদিন ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, সিঙ্গল বেঞ্চের বিচারপতি ফোন কলের মাধ্যমে অধ্যক্ষকে অপসারণের সিদ্ধান্ত না নিলেই ভালো করতেন। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলার শুনানি করতে পারবেন বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।
Hindustan TV Bangla Bengali News Portal