Breaking News

পুজোর মুখে একদিনের অধিবেশন সোমবার!বিধায়কদের বেতন বৃদ্ধি বিল পেশের সম্ভাবনা

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- পুজোর আগেই আবার হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন। এবারের অধিবেশনে রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়ানোর সংশোধনী বিল পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশপাশি মাত্র একদিনের জন্যই এই অধিবেশন হবে বলেও জানা গিয়েছে। এই খবর জানা গিয়েছে বিধানসভা সূত্রে।মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছেন। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করতে বিধানসভায় বিল আনতে হবে। সরকার চাইছে পুজোর আগেই বিধায়কদের বেতন বাড়িয়ে দিতে। সেই লক্ষ্যে একপ্রকার নজিরবিহীনভাবে দ্বিতীয়ার দিন বসতে চলেছে বিধানসভার অধিবেশন। জানা গিয়েছে শুধুমাত্র বিধায়কদের বেতনবৃদ্ধি সংক্রান্ত বিল পেশ করার জন্যই একদিনের ওই অধিবেশন ডাকা হয়েছে।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানেই মুখ্যমন্ত্রী এ নিয়ে উদ্যোগ নিতে বলেন মন্ত্রীদের। তার পরই ঠিক হয়, সোমবার দ্বিতীয়ার দিন বিধানসভার অধিবেশন বসবে। দুটি বিলে সংশোধনী আনা হবে একদিনের এই অধিবেশনে। একটি হল The Bengal Legislative Assembly (Members emoluments) Act 1937। এই বিলটি হল বিধায়কদের বেতন বাড়ানোর জন্য। অপরটি হল West Bengal Salaries And Allowances Act 1952। এই বিলটি মন্ত্রীদের বেতন বাড়ানোর জন্য। তবে সোমবার অর্থাৎ দ্বিতীয়ার দিন বিল পাশ হয়ে গেলেও সেটা পুজোর আগে আইনে পরিণত হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বিল পাশ হলেও সেটা আইনে পরিণত করতে রাজ্যপালের সই প্রয়োজন। আর রাজ্যপাল আদৌ এই বিলে ছাড়পত্র দেবেন কিনা, দিলেও কবে দেবেন, সেসব নিয়ে সংশয় রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *