প্রসেনজিৎ ধর, কলকাতা :- অভিষেক বন্দোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুমিতকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট |প্রসঙ্গত, আদালতের রায় বেরোনোর আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশ মেনে নির্দ্ধারিত সময়ের আগেই সোমবার সিজিও কমপ্লেক্সে হাজির হন সুমিত।রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। তবে রক্ষাকবচের আবেদন খারিজ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন সুমিত। ৩০ নভেম্বরের মধ্যে হলফনামা আদানপ্রদানের নির্দেশ দিয়েছে আদালত। ৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। সূত্রের খবর, জেরার মাঝেই আদালতের নির্দেশের খবর শুনেছেন তিনি।নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী হাইকোর্ট তদন্ত শেষ করার জন্য সময়সীমাও বেঁধে দেয়। তারপরই দেখা যায়, ইডি নিয়োগ দুর্নীতির তদন্তে ডেকে পাঠানো হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আপ্ত সহায়ককে।