Breaking News

‘শুধু দেবী দুর্গার আশীর্বাদ পেতেই এসেছি’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে এসে বললেন অমিত শাহ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুজো উদ্বোধনে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| সোমবার অর্থাৎ দ্বিতীয়ার বিকেলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করলেন তিনি, সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সজল ঘোষ-সহ প্রমুখরা | উদ্যোক্তাদের প্রশংসা করে তিনি বলেন,’জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধন হওয়ার আগেই উত্তর কলকাতায় রাম মন্দিরের উদ্বোধন করে দিয়েছেন কলকাতাবাসী| উত্তর কলকাতার এই বিশ্বে দুর্গামণ্ডপ সমগ্র বিশ্বে বার্তা পাঠাচ্ছে | মায়ের কাছে দেশ তথা বাংলার জনতার সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করব |’ বাংলায় আরও একবার পরিবর্তনের ডাকও দিয়েছেন শাহ। তাঁর হুঙ্কার,’পশ্চিমবঙ্গে আসব, রাজনীতি করব, আর পরিবর্তনের জন্য সর্বশক্তি লাগিয়ে দেব | মায়ের কাছে দেশ তথা বাংলার জনতার জন্য সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করব | এই দুর্নীতি, অত্যাচার যাতে শীঘ্রই শেষ হয় সেজন্য প্রার্থনা করব |’ আজ বিকেলে বিশেষ বিমানে ছত্তীসগঢ় থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন তিনি | এরপর সেখান থেকে সোজা যান লেবুতলা পার্কে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করলেন তিনি| এবার সেখানে দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রামমন্দিরের আদলে | অযোধ্যার রামমন্দিরের এখনও উদ্বোধন হয়নি | তবে তার আগেই আজ কলকাতার ‘রামমন্দিরের’ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী | অমিত শাহ বললেন, “আমি আজ বাংলায় এসেছি শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্য |” দ্বিতীয়ার সন্ধেয় আলোয় আলোয় ভরে উঠেছে সন্তোষ মিত্র স্কোয়ারের রামমন্দির | মণ্ডপসজ্জা দেখে অভিভূত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও | পুজোর উদ্যোক্তাদেরও প্রশংসা করেলন শাহ, বললেন, “রামমন্দির উদ্বোধনের আগে, আজ উত্তর কলকাতার এই মণ্ডপ গোটা বিশ্বের কাছে রাম জন্মভূমির বার্তা পৌঁছে দিচ্ছে |”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ পুজোর উদ্বোধনে এসে বললেন, “এই ৯ দিন পশ্চিমবঙ্গের জন্য দীপাবলির থেকেও বড় উৎসব | গোটা বাংলায় মণ্ডপে মণ্ডপে দেবীর পুজো হয় | শক্তির আরাধনা হয় |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *