দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুজোর আগে বিষাদের সুর ঠাকুরপুকুর এলাকায়। দিনেদুপুরে খুন হলেন এক যুবক। বোনকে টিউশন পড়তে দিয়ে ফিরছিলেন ৪২/২ অমৃত লাল মুখার্জি রোডের বাসিন্দা অনিমেষ সিং। সেই সময় এক দুষ্কৃতি ধারালো অস্ত্রের আঘাতে করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় অভিযুক্ত হিসেবে সুবল সর্দার নামের ৩৪ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরের এলআইসি বাজার এলাকায়। জানা গিয়েছে, ঠাকুরপুকুরেরই অমৃত লাল মুখার্জী রোডের বাসিন্দা অনিমেষ। সকালবেলা স্কুটার নিয়ে বেরিয়েছিলেন তিনি। মনে করা হচ্ছে, সেই সময়ই ছুরি নিয়ে হামলা চালায় দুষ্কৃতী। অনিমেষের বুকের বাম দিকে আঘাত লাগে। মাটিতে লুটিয়ে পড়েন যুবক। আহত অনিমেষকে দেখেই ছুটে আসেন এলাকাবাসী। ততক্ষণে হামলাকারী পালিয়ে যায়।আহত অনিমেষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ততক্ষণে ২৬ বছরের যুবক মৃত্যুর কোলে ঢলে পড়েছে। চিকিৎসকরা জানান, মৃত অবস্থাতেই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। অনিমেষের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর বাবা অশোক সিং। খবর পেয়েই আসে পুলিশ। ঘটনায় অভিযুক্ত হিসেবে সুবল সর্দারকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজ দেখার পরই সুবলকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে অনিমেষের উপর এই হামলা, তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তা সম্পন্ন হলে যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হতে পারে। প্রয়োজনে পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে।
Hindustan TV Bangla Bengali News Portal