দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কালীঘাটের বাসভবনে সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক থেকেই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী। একের পর এক বিষয়ে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। কখনও রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা প্রসঙ্গে, আবার কখনও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নথি চাওয়ার প্রসঙ্গে। বৈঠক থেকে কেন্দ্রীয় এজেন্সির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা | নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। মূলত কিছু নথি যাচাই সংক্রান্ত কারণে এই তলব বলে সূত্রের খবর। বৃহস্পতিবার এই তলব নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে নিয়ে তাঁর বাবার কাছে কাগজ চাওয়া হয় বলে জানান মমতা। শুধু তাই নয়, মমতার দাবি, এমন নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইছে, যে নথি অভিষেকের জন্মের আগের।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এক জিনিস জিজ্ঞাসা করে ওরা। এক পেপার। ৪২ বছর আগের কাগজ। আরে তখন তো অভিষেক জন্মায়ইনি। ৮৭-এ জন্ম অভিষেকের। এদিকে ওর বাবার কাছে কাগজ চাইছে ৪২ বছরের পুরনো। অভিষেকের বাবার কাছে তথ্য চাইছে অভিষেকের নামে। অথচ তা ৮১-৮২ সালের। ও তখনও জন্মায়নি। এটা উদ্দেশ্যপ্রণোদিত নাকি অন্য কিছু তো বোঝাই যাচ্ছে।”নিয়োগ দুর্নীতি মামলায় পুজোর আগেই ইডি দফতরে তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে। এরমধ্যে আদালতের নির্দেশ থাকার কারণে অভিষেককে হাজিরা দিতে হয়নি। হাজিরা দেননি লতা, অমিত। তবে ইডি দফতরে গিয়েছিলেন রুজিরা। মূলত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতারের পরই লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা নজরে আসে তদন্তকারীদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজনৈতিকভাবে না পেরে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে উদ্দেশ্য চরিতার্থের চেষ্টা করছে বিজেপি।
Hindustan TV Bangla Bengali News Portal