প্রসেনজিৎ ধর, কলকাতা :-আজ ইডেনে শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ। পয়েন্ট তালিকায় দুই দলেরই অবস্থা খুব খারাপ। মঙ্গলবার দুপুর ২টোয় ক্রিকেটের ‘নন্দনকাননে’ মুখোমুখি খেলতে নেমেছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ-পাকিস্তান । বাবর আজম বনাম শাকিব-আল-হাসানদের জমজমাট লড়াই দেখতে মাঠে ভিড় জমিয়েছেন ক্রীড়াপ্রেমী দর্শকরা। আর তাই দর্শকদের সুবিধার্থে অতিরিক্ত গণপরিবহণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পূর্ব রেলের শিয়ালদহ শাখার তরফে দুটি ইএমইউ স্পেশাল চালানো হবে মঙ্গলবার রাতে। ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষ হতে হতে রাত সাড়ে ১০ টা বাজবে। সেই সময় মাথায় রেখে রাত ১০টা ৪৫ ও ১০টা ৫৫ নাগাদ দুটি ট্রেন দেওয়া হয়েছে –
বিবাদী বাগ-বারুইপুরগামী ট্রেনটি ছাড়বে রাত ১০টা ৪৫এ। এটি বারুইপুরে পৌঁছবে রাত ১১টা ৫০ নাগাদ। ইডেন থেকে বেরিয়ে এই ট্রেনে বাড়ি ফিরতে পারবেন দক্ষিণ শহরতলির বাসিন্দারা।
প্রিন্সেপঘাট – বারাসত ইএমইউ স্পেশাল ট্রেন ছাড়বে রাত ১০টা ৫৫ মিনিটে। বারাসত পৌঁছবে রাত ১২টা ১০ নাগাদ। ম্যাচ দেখে এই ট্রেনে বাড়ি ফিরতে পারবেন উত্তর শহরতলির বাসিন্দারা।
দুটি ট্রেনই দাঁড়াবে প্রতিটি স্টেশনে। ফলে দর্শকরা নিজেদের বাড়ির নিকটবর্তী স্টেশনে নেমে যেতে পারবেন। সোমবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে দুটি বিশেষ ট্রেনের কথা জানানো হয়েছে।ম্যাচ শেষে তাঁদের সকলের সুবিধার কথা মাথায় রেখে মঙ্গলবার রাতে প্রিন্সেপঘাট, বিবাদী বাগ থেকে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি।
এছাড়া ম্যাচের জন্য রাতে চলবে বাড়তি মেট্রোও। রাত পৌনে ১১টায় এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরমুখী একটি মেট্রো ছাড়বে। শেষ স্টেশনে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। একই সময় আরেকটি মেট্রো এসপ্ল্যানেড থেকে রওনা দিয়ে কবি সুভাষে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। এদিকে ম্যাচের জন্য বেশ রাত পর্যন্ত রাস্তায় থাকবে সরকারি বাসও। ঠাকুরপুকুর, নিউ টাউন, টালিগঞ্জ, বালিগঞ্জ, গড়িয়া, ডানলপ, বিমানবন্দ, বারাসত, হাওড়া সহ মোট ২১টি রুটো বাস ছাড়বে ধর্মতলা থেকে। এছাড়াও বেসরকারি বাস এবং ট্যাক্সি পরিষেবা সচল রাখার উদ্যোগও নেওয়া হয়েছে সরকারের তরফে। এর জন্য পরিবহণ দফতরের তরফ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা।