Breaking News

স্বাস্থ্য পরীক্ষা করাতে জ্যোতিপ্ৰিয় মল্লিককে কম্যান্ড হাসপাতালে নিয়ে গেল ইডি!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- আদালতের নির্দেশে স্বাস্থ্য পরীক্ষার জন্য রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে গেল ইডি। বুধবার বেলা ১১টা নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্সের পিছনের গেট দিয়ে বার করে নিয়ে যান ইডি আধিকারিকরা। দেড় ঘণ্টা ধরে চলে তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা।আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। বুধবার তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে কমান্ড হাসপাতালে। গ্রেফতারির দিন তিনি বারংবার দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে। এরপর আর সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি। বলা যায় কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি কেমন আছেন, শরীর ঠিক আছে কি না নিজে মুখে এখনও সাংবাদিকদের কিছু জানাননি। আজও কমান্ড হাসপাতালে যাওয়ার সময় সেভাবে বালুর দর্শন পায়নি মিডিয়া। কার্যত তাঁকে সিজিও কমপ্লেক্সের পিছনের গেট থেকে বার করে তোলা হয় গাড়িতে। অনুমান করা হচ্ছে, এখনই মন্ত্রীকে সাংবাদিকদের মুখোমুখি করতে চাইছেন না।গত শনিবার বিকেলে আদালতের রায় শোনার পর এজলাসেই জ্ঞান হারিয়েছিলেন জ্যোতিপ্রিয়। তার পর তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করে পরিবার। আদালতের অনুমতি নিয়েই সম্পূর্ণ নিজেদের খরচে বেসরকারি হাসপাতালে জ্যোতিপ্রিয়র চিকিৎসা হয়। সোমবার তাঁকে ছুটি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ওই দিন রাত ১০টা নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন গোয়েন্দারা। মঙ্গলবার দিনভর তাঁকে জেরা করে ইডি। সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মুখ খোলেননি।
আদালতের নির্দেশ ছিল ১ দিন অন্তর জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সেই মতো বুধবার সকালে শুরু হয় স্বাস্থ্য পরীক্ষার তোড়জোড়। বেলা ১১টা নাগাদ তাঁকে পিছনের গেট দিয়ে বার করে কম্যান্ড হাসপাতালে নিয়ে যায় ইডি। ফলে সাংবাদিকদের মুখোমুখি হননি গ্রেফতার হওয়া মন্ত্রী। সূত্রের খবর, বেসরকারি হাসপাতালে জ্যোতিপ্রিয়র কী চিকিৎসা হয়েছে তার ভিত্তিতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন সেনাবাহিনীর চিকিৎসকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *