Breaking News

বামেদের নবান্ন অভিযানে ঝরল রক্ত!কাল রাজ্য জুড়ে ১২ ঘণ্টার ধর্মঘট ডাকল বামেরা

দেবরীনা মণ্ডল সাহা :- বাম ছাত্র যুবদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার | তার প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টা অর্থাৎ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলায় ধর্মঘটের ডাক দিয়েছে তারা | তাঁদের দাবি, ছাত্রদের উপর যেভাবে নির্বিচারে আঘাত হানা হল তা প্রকৃতপক্ষে গণতন্ত্রের উপরই আঘাত |নবান্ন অভিযান কেন্দ্র করে বাম কর্মী-সমর্থকদের ওপর লাঠিচার্জ-এর ঘটনার তীব্র নিন্দা করেছে সিপিএম | বিধানসভার বাম পরিষদীয় দলনেতা নেতা সুজন চক্রবর্তী ও মহম্মদ সেলিম একযোগে পুলিশকে আক্রমণ করেছেন | এদিন সুজন চক্রবর্তী অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে | আমাদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক জখম হয়েছেন | তারা হাসপাতালে ভর্তি | তাদের কয়েকজনের অবস্থা গুরুতর | প্রসঙ্গত, বৃহস্পতিবার ১০টি বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে ধর্মতলার ডোরিনা ক্রসিং | নবান্ন অভিমুখী মিছিল আটকে দিলে পুলিশের ওপর ইটবৃষ্টি করার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে | তারপর পুলিশ পাল্টা লাঠি চালায়, কাঁদানে গ্যাসের শেল ফাটায় ও জলকামান ব্যবহার করে |

এরপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করলে পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন বাম কর্মী-সমর্থক আহত হয়েছেন | কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে | দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় | অন্যদিকে ইটের আঘাতে কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে গিয়েছে | আহত পুলিশ কর্মীদের মধ্যে কয়েকজন আধিকারিকও আছেন | এদিন ​ধর্মতলার মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার পর এসএন ব্যানার্জি রোডের আশপাশে এবং জানবাজারের দিকে কিছু জমায়েত হলে সেখানেও পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ  ​এরপর ধর্মতলা থেকে এসএন ব্যানার্জি রোড ধরে তাঁদের মিছিল চলতে থাকে মৌলালির দিকে | বাম কর্মী-সমর্থকরা জানান, মৌলালি মোড়ে গিয়ে আবার অবরোধ বিক্ষোভ হবে | সেই মতো মিছিল এগিয়ে আসতে থাকে | এদিকে আগে থেকেই মৌলালিতে মোতায়েন পুলিশ তৎপর ছিল | মিছিল মৌলালি পৌঁছাতেই আবার পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় | তাড়া করে আন্দোলনকারীদের শিয়ালদা উড়ালপুলের দিকে পাঠিয়ে দেয় বলে অভিযোগ | তবে ধর্মতলার মতো এখানে মারমুখী পরিস্থিতি তৈরি হয়নি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *