দেবরীনা মণ্ডল সাহা :- বাম ছাত্র যুবদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার | তার প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টা অর্থাৎ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলায় ধর্মঘটের ডাক দিয়েছে তারা | তাঁদের দাবি, ছাত্রদের উপর যেভাবে নির্বিচারে আঘাত হানা হল তা প্রকৃতপক্ষে গণতন্ত্রের উপরই আঘাত |নবান্ন অভিযান কেন্দ্র করে বাম কর্মী-সমর্থকদের ওপর লাঠিচার্জ-এর ঘটনার তীব্র নিন্দা করেছে সিপিএম | বিধানসভার বাম পরিষদীয় দলনেতা নেতা সুজন চক্রবর্তী ও মহম্মদ সেলিম একযোগে পুলিশকে আক্রমণ করেছেন | এদিন সুজন চক্রবর্তী অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে | আমাদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক জখম হয়েছেন | তারা হাসপাতালে ভর্তি | তাদের কয়েকজনের অবস্থা গুরুতর | প্রসঙ্গত, বৃহস্পতিবার ১০টি বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে ধর্মতলার ডোরিনা ক্রসিং | নবান্ন অভিমুখী মিছিল আটকে দিলে পুলিশের ওপর ইটবৃষ্টি করার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে | তারপর পুলিশ পাল্টা লাঠি চালায়, কাঁদানে গ্যাসের শেল ফাটায় ও জলকামান ব্যবহার করে |
এরপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করলে পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন বাম কর্মী-সমর্থক আহত হয়েছেন | কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে | দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় | অন্যদিকে ইটের আঘাতে কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে গিয়েছে | আহত পুলিশ কর্মীদের মধ্যে কয়েকজন আধিকারিকও আছেন | এদিন ধর্মতলার মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার পর এসএন ব্যানার্জি রোডের আশপাশে এবং জানবাজারের দিকে কিছু জমায়েত হলে সেখানেও পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ এরপর ধর্মতলা থেকে এসএন ব্যানার্জি রোড ধরে তাঁদের মিছিল চলতে থাকে মৌলালির দিকে | বাম কর্মী-সমর্থকরা জানান, মৌলালি মোড়ে গিয়ে আবার অবরোধ বিক্ষোভ হবে | সেই মতো মিছিল এগিয়ে আসতে থাকে | এদিকে আগে থেকেই মৌলালিতে মোতায়েন পুলিশ তৎপর ছিল | মিছিল মৌলালি পৌঁছাতেই আবার পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় | তাড়া করে আন্দোলনকারীদের শিয়ালদা উড়ালপুলের দিকে পাঠিয়ে দেয় বলে অভিযোগ | তবে ধর্মতলার মতো এখানে মারমুখী পরিস্থিতি তৈরি হয়নি |