প্রসেনজিৎ ধর, কলকাতা :- আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি ও স্মারকলিপি জমা দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল। সেই চিঠি আবার রাজ্যপাল পাঠিয়ে দিয়েছিলেন কেন্দ্র্রের কাছে। সেই চিঠির জবাব এসেছে বলে বুধবার নিজেই জানালেন রাজ্যপাল। তিনি এটাও জানিয়েছেন যে কেন্দ্রের মন্ত্রীর কাছ থেকে পাওয়া জবাবি চিঠির বিষয়বস্তু সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে তিনি জানিয়েছেন। চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী কয়েকটি বিষয় জানিয়েছেন। সেই বিষয়গুলিতে পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রী নির্দেশ দিয়েছেন।বুধবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিকদের বললেন, “আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির উত্তর এসেছে কেন্দ্র থেকে।” তিনি জানান, চিঠি তিনি পেয়েছেন, তা তিনি তাঁর সাংবিধানিক সহকর্মী, মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। চিঠিতে কেন্দ্রীয় সরকার কয়েকটি বিষয়ে নিয়ে জানিয়েছে। তা মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন বলেও জানালেন তিনি।
রাজ্যের বকেয়া টাকার দাবিতে গত ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস। ৩ অক্টোবর কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে যান তৃণমূলের প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন ১০০ দিনের কাজ করা কয়েকজন কর্মীও। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের দেখা হয়নি। পরে পুলিশ কৃষি ভবন থেকে অভিষেকদের আটক করে তুলে নিয়ে যায়। এর পরেই অভিষেক রাজভবন চলো কর্মসূচির ডাক দেন। কলকাতায় রাজ্যপাল না থাকায় রাজভবনের উত্তর গেটে ধর্নায় বসেন অভিষেক। পাঁচদিন পর অভিষেক-সহ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। রাজ্যপালের হাতে একটি স্মারকলিপি ও বঞ্চিতদের চিঠি তুলে দেওয়া হয় তৃণমূলের তরফে। রাজ্যপালের আশ্বাস পেয়ে এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে ধর্না তুলে নেন অভিষেক। ওই বৈঠকের পরেই দিল্লি রওনা হন রাজ্যপাল। অভিষেকদের যাবতীয় অভিযোগ নিয়ে তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেন। পরে কলকাতা ফিরে রাজ্যপাল অভিষেককে চিঠি দিয়ে জানান যে তাঁদের স্মারকলিপির বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে। পাল্টা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ধন্যবাদ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।