Breaking News

টিকাকরণ শেষেই নাগরিকত্ব, মতুয়াদের আশ্বাস অমিত শাহের, সিএএ নিয়েও স্পষ্ট বার্তা শাহের

দেবরীনা মণ্ডল সাহা :- প্রতিশ্রুতি মতো ঠাকুরবাড়িতে এলেন অমিত শাহ, মতুয়া ভোটব্যাঙ্ক সুদৃঢ় করতে ঠাকুরনগরে ঠাকুরবাড়ির সভামঞ্চ থেকে দাঁড়িয়ে করলেন কৌশলী প্রচার| জোর গলায় বলে গেলেন, “কথা দিলাম, ভারতের নাগরিক হবেন আপনারা’ | একইসঙ্গে এদিন সিএএ নিয়ে সংখ্যালঘুদের উদ্দেশেও স্পষ্ট বার্তা দিলেন শাহ | ভিড়ে ঠাসা মতুয়াদের জমায়েতে উদ্দেশে সভামঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেন, “টিকাকরণ শেষ হলেই নাগরিকত্ব দেওয়া হবে | আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি | তাড়াতাড়ি-ই আপনারা সবাই ভারতের নাগরিক হিসেবে সবকা সাথ, সবকা বিকাশে সামিল হবেন|”

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে আরও বলেন, “মমতাদিদি বলেছিলেন সিএএ হতে দেব না | কিন্তু আমরা সেই লোক, যারা যা বলে তাই করে ছাড়ে | আজ এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হলেই আপনাদের সবাইকে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়ে যাবে|”নাগরিকত্ব নিয়ে আশ্বাস দেওয়ার পাশাপাশি এদিন ঠাকুরনগরের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্টেশনের নাম বদলে ‘শ্রীধাম ঠাকুরনগর’ করার কথাও ঘোষণা করেন | অমিত শাহর বক্তব্যের সিংহ ভাগই জুড়ে ছিল মতুয়া সম্প্রদায়ের কথাই | শুরুতেই ছিল সিএএ প্রসঙ্গ | প্রাসঙ্গিভাবে নিলেন হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের নামও | অমিত বলেন, “সংবাদ মাধ্যম এবং তৃণমূল কংগ্রেসের লোকজন সিএএ-র বিষয়ে জানতে চান | আমি বুক ঠুকে সে বিষয়ে বলব | কিন্তু তার আগে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করব| এই দুই মহান পুরুষ মতুয়াদের আন্দোলনকে সামাজিক আন্দোলনের রূপে নিয়ে গিয়েছেন|” অমিত শাহ মতুয়াদের উদ্দেশে দিয়ে গেলে বহু প্রত্যাশিত সেই বার্তা | তবে এদিন তাঁর গলায় ধরা পড়েছে আরও বেশি চ্যালেঞ্জের সুর | রাজনৈতিক মহলের মতে, আসলে মতুয়া ভোটব্যাঙ্ক কোনওভাবেই হারাতে নারাজ বিজেপি|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *