দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতার বিখ্যাত শপিং মলে রহস্যমৃত্যু। পার্ক সার্কাসের কোয়েস্ট মলে নিচ থেকে উদ্ধার যুবকের দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শপিং মলের সাত তলা থেকে ঝাঁপ দিয়েছে ওই যুবক। নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল তাঁকে, তা খতিয়ে দেখা হচ্ছে।খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আইমান রাউফ। বয়স ২২ বছর। তিনি কলকাতার কড়েয়া এলাকার ব্রড স্ট্রিটের বাসিন্দা বলে জানা গিয়েছে। যুবকের মৃত্যুর পরই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করতে ওই যুবক নিজেই ঝাঁপ দেন সাত তলা থেকে। তবে এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।এটি নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ | বৃহস্পতিবার রাতে এই ঘটনায় শিউরে ওঠেন মল-এ উপস্থিত মানুষজন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যুবককে উদ্ধার করে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নিহত যুবক ব্রড স্ট্রিটের বাসিন্দা। যুবকের রহস্যমৃত্যুতে স্বাভাবিকভাবেই হতবাক শপিং মল কর্তৃপক্ষ।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করতে ওই যুবক নিজেই ঝাঁপ দেন সাত তলা থেকে। তবে এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।এই শপিং মলে রয়েছে একাধিক পোশাকের দোকান থেকে রেস্তোরাঁ। সেগুলিতে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। অনেক রাত পর্যন্ত খোলা থাকে মল-এর একাধিক শোরুম। সেরকম একটি জায়গায় কীভাবে পার্কিং লট থেকে ওই যুবক ঝাঁপ দিলেন, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় শপিং মল-এর নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।
Hindustan TV Bangla Bengali News Portal