প্রসেনজিৎ ধর,কলকাতা :-চোটের জন্য পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। যা বিশ্বকাপের সেমিফাইনালের আগে ভারতের চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিল। হার্দিককে ছাড়া গ্রুপ পর্যায়ের চারটি ম্যাচে ভারত জিতলেও দলের ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল। আর সেভাবেই ভারতকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলি খেলতে হবে। কারণ হার্দিকের পরিবর্ত হিসেবে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী প্রসিধ কৃষ্ণকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হলেও তিনি পুরোপুরি পেসার। তাঁর ব্যাট একেবারেই ভালো নয়। ফলে অভাবনীয় কিছু না ঘটলে তাঁকে খেলানোর কোনও সম্ভাবনা নেই। শনিবার সকালে হার্দিক সমাজমাধ্যমে লেখেন, “ভাবতেই পারছি না যে আমি আর এ বারের বিশ্বকাপে খেলতে পারব না। তবে আমি দলের পাশে আছি। প্রতিটা ম্যাচে, প্রতিটা বলের জন্য গলা ফাটাব। সবাই আমার জন্য প্রার্থনা করেছেন। সকলকে ধন্যবাদ। এই দলটা সকলকে গর্বিত করার ক্ষমতা রাখে। আমার তরফে ভালবাসা রইল।”বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন হার্দিক। তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। মনে করা হচ্ছিল সেমিফাইনালে ফিরতে পারেন হার্দিক। কিন্তু শনিবার ভারতীয় বোর্ড জানিয়ে দিল যে, হার্দিক এবারের বিশ্বকাপে খেলতে পারবে না। সেই জায়গায় দলে নেওয়া হল প্রসিদ্ধকে।চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে পুনেতে ১৯ অক্টোবর ভারতের ম্যাচ চলাকালীন বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। যে কারণে পরের ৩টি ম্যাচ তাঁর খেলা হয়নি। হার্দিক প্রথমে বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে ছিলেন। তারপর তাঁকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। তিনি চোট পাওয়ার পর থেকেই আশঙ্কা ছিল, তাঁকে হয়তো এ বারের বিশ্বকাপে আর খেলতে দেখা যাবে না। এ বার সেই আশঙ্কাই সত্যি হল।