Breaking News

আমার বাঁ হাত আর পায়ে পক্ষাঘাত হয়ে যেতে পারে, কমান্ড হাসপাতালে যাওয়ার পথে বললেন জ্যোতিপ্ৰিয় মল্লিক!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সিজিও থেকে বেরনোর সময় ফের সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক| তুলে ধরলেন তাঁর শারীরিক অসুস্থতার কথা। আদালতের নির্দেশে প্রতি একদিন অন্তর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। সেই মতো শুক্রবার সকালেও তাঁকে বের করা হয় সিজিও কমপ্লেক্স থেকে। নীল পাঞ্জাবি পরে তিনি যখন ইডি দফতর থেকে বেরিয়ে আসছেন, তখন সাংবাদিকরা নানা ধরনের প্রশ্ন করছিলেন তাঁকে। সে সব উত্তর না দিয়ে বালু বলে ওঠেন, আমার শরীর খুব খারাপ। তারপর বাঁ হাত কিছুটা উঁচু করে গালের পাশে এনে বলেন, “আমার বাঁ হাত আর বাঁ পা প্যারালিসিসের জায়গায় চলে যাচ্ছে। আমি হাসপাতালে যাচ্ছি ভাল চিকিৎসার জন্য।” এদিন আর মুক্তির কথা শোনা যায়নি তাঁর মুখে। তিনি শুধু জানান, হাসপাতাল থেকে ফিরে এসে আবার কথা বলবেন। পরে হাসপাতালে প্রবেশ করার সময় ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়েন তিনি।এদিন সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তরই দেননি জ্যোতিপ্রিয়। শুধু জানিয়েছেন তাঁর শারীরিক অসুস্থতার কথা। তিনি এদিন জানান, তাঁর ডান হাত ও ডান পায়ে সমস্যা রয়েছে। বলেন, “আমার শরীরটা খুব খারাপ। ডান হাত এবং পা, দু’টিতেই প্রায় পক্ষাঘাতের মতো হয়ে গিয়েছে। আমি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি। চিকিৎসা করিয়ে ফিরে আসব।” এর পরই গাড়িতে উঠে পড়েন তিনি। এদিন শারীরিক পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রসঙ্গত, জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তারির পর থেকে তাঁকে জেরা করছেন ইডির আধিকারিকরা। রহস্যভেদের মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *