Breaking News

নজরে লোকসভা নির্বাচন! ডিসেম্বরের শুরুতেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্রসেনজিৎ ধর :- ডিসেম্বরের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এ দফায় উত্তরবঙ্গে দুটি প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি চা বাগানের শ্রমিকদের সঙ্গেও দেখা করতে পারেন মমতা। রয়েছে একগুচ্ছ কর্মসূচিও।নবান্ন সূত্রের খবর, দিনক্ষণ স্থির না হলেও ডিসেম্বরের শুরুতেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। মোটামুটিভাবে জানা গিয়েছে ডিসেম্বরের ৫ তারিখের পর যে কোনওদিন পাহাড়ে যেতে পারেন মমতা। মমতার উত্তরবঙ্গ সফর তাঁর নিজের স্বাস্থ্যের পরিস্থিতির দিক থেকেও তাৎপর্যপূর্ণ। স্পেন সফর থেকে ফেরার পর পায়ের সমস্যায় দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী। সদ্যই তিনি নবান্নে যাতায়াত শুরু করেছেন। অসুস্থতার পর এটাই তাঁর প্রথম জেলা সফর হতে চলেছে।ধূপগুড়ি উপ নির্বাচনে তৃণমূলের জয়ের পর এটাই মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফর। আবার বছর ঘুরলেই লোকসভা ভোট। তাই সবদিক থেকে মুখ্যমন্ত্রীর এবারের পাহাড় সফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এ দফায় পাহাড় সফর থেকে মুখ্যমন্ত্রী নতুন কী কী ঘোষণা করেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *