প্রসেনজিৎ ধর, কলকাতা :- শুধু দুয়ারে সরকার শিবিরে নয়। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে সারা বছরই, সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এর ফলে রাজ্যের আরও বহু সংখ্যক মহিলা উপকৃত হতে চলেছেন।একুশের নির্বাচনের আগে এটাই ছিল টার্নিং পয়েন্ট। আর ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেটায় আরও বড় আকার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই রাজ্যের মহিলারা আরও উপকৃত হতে চলেছেন। কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের পর বাংলার মহিলাদের জন্য হাত বাড়ালেন মুখ্যমন্ত্রী। ২৫ বছর বয়স হলেই সারা বছর যে কোনও সময় এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন মহিলারা। অপেক্ষা করতে হবে না দুয়ারে সরকার শিবিরের জন্য। হ্যাঁ, এখন থেকে সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করা যাবে।নবান্ন সূত্রে খবর, নভেম্বর মাসের শুরুতে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামের বাসিন্দারা কাছের বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন এবং জমা দিতে পারবেন। শহরের ক্ষেত্রে এসডিও অফিসে এই কাজ করা যাবে। কলকাতার বাসিন্দারা পুরসভার দফতরে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে পারবেন। এই বিষয়ে রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা এক সংবাদপত্রকে বলেন, ‘সাধারণ মানুষকে আরও সুবিধা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের করা যাবে।’