Breaking News

ইস্তফা দেওয়া অ্যাডভোকেট জেনারেলকে ডাক রাজ্যপাল সিভি আনন্দ বোসের!কেন সাক্ষাতের আহ্বান?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিতে চেয়ে গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ইমেল পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাজভবন সূত্রে জানা যাচ্ছে, সেই ইমেল রাজভবনে আসার পর, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে সামনাসামনি দেখা করতে বলেছেন রাজ্যপাল বোস। প্রসঙ্গত, সৌমেন্দ্রনাথ বর্তমানে বিদেশে রয়েছেন। ফলে তিনি এখনই দেখা করতে পারছেন না রাজ্যপালের সঙ্গে। আগামী ১৭ নভেম্বর তিনি শহরে ফিরবেন। সূত্রের খবর, কলকাতায় ফেরার পর তিনি দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে।অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ইস্তফার কথা প্রকাশ্যে আসতেই রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে যায়। কেন তিনি ইস্তফা দিতে চাইলেন?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এখন বিদেশে আছেন। তাই তিনি এখনই দেখা করতে পারছেন না রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে। আগামী ১৭ নভেম্বর সৌমেন্দ্রনাথবাবু শহরে ফিরবেন। সূত্রের খবর, কলকাতায় ফিরে তিনি দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে। বিদেশ থেকেই শুক্রবার ইমেল করে রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। আর তারপর থেকেই নানা গুঞ্জন শুরু হয়েছে।এদিকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবীকে (‌পিপি)‌ সরিয়ে দেওয়া হয়েছে। তখন থেকেই গুঞ্জন শুরু হয় সরে যেতে পারেন এজিও। সেটা ঘটলও। তবে এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পরপর তিনজন অ্যাডভোকেট জেনারেলের ইস্তফাপত্র জমা পড়ল। প্রথমে জয়ন্ত মিত্র, দ্বিতীয় কিশোর দত্ত এবং তৃতীয় সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে কেউ এমনি ইস্তফা দেন না। সেখানে যথেষ্ট কারণ থাকে। কিন্ত কারণটি এখনও কেউ খোলসা করেননি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *