দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতায় কালীপুজোর রাত মানে সবার আগেই মনে আসে দক্ষিণেশ্বর আর কালীঘাট মন্দিরের কথা। এবার যদি দেওয়ালির রাতে দক্ষিণেশ্বর আর কালীঘাটে যেতে চান তবে মেট্রোতে যেতেই পারেন। এজন্য এবার স্পেশাল মেট্রো চালানো হবে। সেই সঙ্গেই রাতের স্পেশাল মেট্রোতে চড়ে কলকাতায় কালীপুজোও একবার দেখে আসতে পারেন।মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার কালীপুজো উপলক্ষ্যে রাতে স্পেশাল মেট্রো চালানো হবে। এতে দক্ষিণেশ্বর আর কালীঘাটে যারা যেতে চান তাঁদেরও সুবিধা হবে।
কলকাতা মেট্রো বিবৃতি জারি করে জানিয়েছে, রবিবার কালীপুজো উপলক্ষে মোট ১৩২ টি মেট্রো চলবে। তার মধ্যে আপ লাইনে ৬৬ টি ও ডাউন লাইনে ৬৬ টি মেট্রো চলবে। অন্যান্য রবিবারের মতই নির্দিষ্ট সময়ে পরিষেবা শুরু হবে। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো যাবে সকাল ৯ টায়। একইভাবে দমদম থেকে কবি সুভাষ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৯ টায় ছাড়বে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ স্টেশন থেকে স্পেশাল মেট্রো রাত ১০টায় ছাড়বে। সেটা রাত ১১টা বেজে ৩ মিনিটে দক্ষিণেশ্বর স্টেশনে এসে পৌঁছবে। আবার দক্ষিণেশ্বর স্টেশন থেকে একটি স্পেশাল মেট্রো রাত ১০টায় ছাড়বে। কবি সুভাষ স্টেশনে সেটা পৌঁছবে রাত ১১টা বেজে ১ মিনিটে। এদিকে সকাল ৯টা থেকে ওই দিন মেট্রো চলবে। আর শেষ মেট্রোর যাতায়াত হবে রাত ১১টা বেজে ৩ মিনিট পর্যন্ত। এদিকে দক্ষিণেশ্বর স্টেশন থেকে কিছুটা এগোলেই দক্ষিণেশ্বরের মন্দির। রাতে পুজো দেখার ইচ্ছা থাকলে যেতেই পারেন স্পেশাল মেট্রোতে চড়ে |
উল্লেখ্য, শনিবার বিশ্বকাপের লিগ ম্যাচে ইডেনে মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড। এদিন রাত ১০ টা ৪৫ মিনিটে একটি মেট্রো এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যাবে এবং আর একটি মেট্রো এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরের দিকে যাবে। যাত্রাপথে প্রতিটি স্টেশনেই মেট্রো দাঁড়াবে। দুটি মেট্রোই তাদের গন্তব্যে স্থানে পৌঁছাবে রাত ১১ টা ১৮ মিনিটে।