প্রসেনজিৎ ধর :- জননেত্রীকে কটাক্ষ করতে কখনোই তিনি পিছপা হননা। কখনো কাটমানি তো কখনো স্বাস্থ্যসাথী, আবার কখনো অর্থ দুর্নীতি তো কখনো শিল্পের ভাটা সব নিয়েই তৃণমূল সুপ্রিমোকে একাধিকবার বাক্যবাণে শানিয়েছেন ভারতী ঘোষ।
এদিন আবারও ভরা জনসভায় মমতা সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “দেশের বিভিন্ন প্রান্তে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে বাংলার ছেলেমেয়ে। ঘরে ঘরে বাড়ছে বেকারদের সংখ্যা। সেই সংখ্যা এক কোটি ছাড়িয়ে গিয়েছে। আর রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু এখনো ঘরে বসে কোন শিল্প নেই, নেই উন্নতি। ভাইরা বোনেরা আপনারাই বলুন কী করবেন আপনারা? টাকা দিলে চাকরি হচ্ছে। দুয়ারে দুয়ারে সরকার, ঘরে ঘরে বেকার! রাজ্যের মেয়েরা সুরক্ষিত নয়, ছেলে মেয়েরা চাকরি নেই। মধ্যবিত্তরা কেমন করে বাঁচবেন? পরীক্ষা হয় কিন্তু কেউ চাকরি পায়না।” জনগনের উদ্দেশ্যে তিনি আরো বলেন,
“তৃণমূল সরকার আর নেই দরকার। এটা চেতনা আনার সময়। সবাইকে উনি ভাতা দিচ্ছেন নাকি ভাতার নামে ভিক্ষা দিচ্ছেন? রাজ্যে চাকরি নেই তার বদলে দেওয়া হচ্ছে চাল। স্কুল হয়নি শিল্প হয়নি। এতোগুলো বছরে এই সরকার দিলটা কি? আপনারা মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছেন। আপনারা পদ্ম ফুলে ভোট দিন। আমরা আপনাকে আপনাদের প্রয়োজনের সব জিনিস দেবো।”