দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আমর্হাস্টস্ট্রিট কাণ্ডে জল গড়াল আদালতে। আমর্হাস্ট স্ট্রিট থানায় অশোক কুমার সিং নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তোলা হচ্ছে। ঘটনার সময়ে থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে চাইছে পরিবার। কিন্তু থানার পক্ষ থেকে সেই ফুটেজ এখনও তাঁদের দেওয়া হয়নি বলে অভিযোগ। এই বিষয়টি জানিয়েই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিসন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে পরিবার। পরিবারের দাবি, যুবকের ময়নাতদন্ত এইমসে করার অনুমতি দিক আদালত। সঙ্গে ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফিও করা হোক। ১২ টার মধ্যে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই এই মামলার শুনানির সম্ভাবনা।সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবির পাশাপাশি মৃতের পরিবারের আরও একটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। তাঁরা চাইছেন, সরকারি কোনও হাসপাতাল নয়, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এইমসে হোক ময়নাতদন্ত। দ্বিতীয়ত, এইমসে ময়নাতদন্ত চলাকালীন ভিডিয়োগ্রাফি করা হোক। এই দুটি দাবিতেই আমহার্স্টস্ট্রিট কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ মৃতের পরিবার। প্রসঙ্গত, খাস কলকাতায় থানার ভিতর পিটিয়ে মেরে ফেলার অভিযোগ। চুরির মোবাইল কেনায় থানায় মারধর করার অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মেডিক্যাল কলেজে নিয়ে এলে মৃত্যু বলে অভিযোগ নিহতের পরিবারের। পরিবারের দাবি, থানাতেই পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে অশোককে। যদিও পুলিশের দাবি, লক আপে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন অশোক। আর তারপরই মৃত্যু। থানার সিসিটিভি ফুটেজ চাইছে পরিবার। পাশাপাশি চাইছেন, যাতে অশোকের দেহের ময়নাতদন্তে কেন্দ্রের কোনও হাসপাতালে হয়। কারণ যেহেতু এক্ষেত্রে অভিযুক্ত পুলিশই। তাই রাজ্যের কোনও হাসপাতালে ময়নাতদন্ত হোক, তা চাইছে না পরিবার। তাতে রিপোর্ট প্রভাবিত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। সেক্ষেত্রে AIIMS, কিংবা কমান্ড বা রেল হাসপাতালে ময়নাতদন্ত করাতে চাইছে পরিবার। সেই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal