Breaking News

বিশ্বভারতীর ঐতিহ্যের ফলকে নাম থাকবে না প্রধানমন্ত্রীরও,নয়া নির্দেশ শিক্ষামন্ত্রকের,কী কী রয়েছে নির্দেশিকায়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ফলক সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বিশ্ববিদ্যালয় চত্বরে তার পরিবর্তে নতুন ফলক বসাতে বলা হয়েছে। তাতে কী লেখা হবে, তা-ও জানিয়ে দিয়েছে কেন্দ্র। নতুন ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম থাকবে না।সূত্রের খবর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এমন নির্দেশ আসার পরই নড়েচড়ে বসেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ইতিমধ্যে ফলক সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। চারজন অধ্যাপককে নিয়ে গঠিত হয়েছে কমিটি। ফলকের লেখা কী হবে তা ঠিক করে শীঘ্রই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে পাঠাবে ওই কমিটি।মাসখানেক আগে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় বিশ্বভারতী। এরপরই সেখানে বিশ্বভারতীর আচার্য, অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম দিয়ে ফলক বসানো হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিশ্বভারতীর প্রাক্তনী থেকে শুরু করে আশ্রমিকরা। এর পাশাপাশি দেখা যায়, সেই ফলকে নাম নেই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের! যা তাঁদের ক্ষোভ আরও দ্বিগুণ করে দেয়। লাগাতার অবস্থান বিক্ষোভ চলতে থাকে। এফআইআর দায়ের হয় বিশ্বভারতীর তদানীন্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে।ফলে ফলককে কেন্দ্র করে বিতর্ক ক্রমেই বেড়েই চলেছিল। এরই মাঝে সম্প্রতি বিদ্যুৎবাবুর মেয়াদ শেষ হয়েছে। এবার ফলক বিতর্কে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *