প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের একবার আদালতের দ্বারস্থ চাকরি প্রার্থীরা। নিয়োগ সংক্রান্ত সব মামলার শুনানি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রয়োজনে বিশেষ বেঞ্চ গঠন করার কথাও বলা হয়েছে। সেই পদক্ষেপ দ্রুত করার জন্য আর্জি জানিয়েছেন ‘বঞ্চিত’ চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন চাকরি প্রার্থীদের আইনজীবীরা। দ্রুত বেঞ্চ গঠন করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত। দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করে ৬ মাসের মধ্যে মামলাগুলি নিষ্পত্তির সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আর সুপ্রিম কোর্টের সেই নির্দেশিকা নিয়ে বৃহস্পতিবার হাই কোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের আইনজীবী। তাঁর আবেদন, আর কতদিন চাকরির দাবিতে এঁরা রাস্তায় বসে থাকবে? দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করা হোক, এই মর্মে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে আবেদন জানিয়েছেন। সূত্রের খবর, প্রধান বিচারপতি তাঁকে আশ্বাস দিয়েছেন।গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার বিচার হবে কলকাতা হাইকোর্টেই। পাশাপাশি তদন্ত শেষ, মামলার নিষ্পত্তি করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোনও চাকরি বাতিল হবে না, নির্দেশে এমনই জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। বছরের পর বছর কেটে যাচ্ছে, আজও চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন। বঞ্চনার অভিযোগ তুলে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। মামলার পর মামলা হলেও কোনও সুরাহা হচ্ছে না। এই অবস্থায় সম্প্রতি হাইকোর্টে নিয়োগ সংক্রান্ত সব মামলা ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ৬ মাসের মধ্যে এই সব মামলার শুনানি শেষ করে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে, পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা সিবিআই-কে তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য ২ মাস সময় দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, প্রধান বিচারপতিকে একটি বিশেষ বেঞ্চ গঠন করতে হবে।আপাতত তাই, হাইকোর্টের দিকে তাকিয়ে বসে রয়েছেন চাকরি প্রার্থীরা।