প্রসেনজিৎ ধর :- শিয়রে বিধানসভা নির্বাচন | ক্ষমতায় আসার জন্যে কসুর করে যাচ্ছেন শাসক -বিরোধী সব রাজনৈতিক দল | পিছিয়ে নেই বিজেপিও | বিজেপির প্রচারে প্রায় নিয়মিত জনসভা করতে দেখা যাচ্ছে সদ্য বিজেপিতে পদ পাওয়া শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায়কে | কখনও তাঁদের দেখা যাচ্ছে অভিষেকের গড়ে আবার কখনও দক্ষিণ কলকাতায় | আর দক্ষিণ কলকাতার মহেশতলায় শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় মিছিলে কালো পতাকা দেখানোর প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যপালের দ্বারস্থ হলেন শোভন- বৈশাখী |
এই ব্যাপারে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলেও এদিন অভিযোগের সুর শোনা গেল শোভনের গলায় | এমনকি বিজেপির সভা ও মিছিলে আটকানো এবং তাঁদের গণতন্ত্র রুদ্ধ করা হচ্ছে বলেও এদিন রাজ্যপালকে অভিযোগ জানান তাঁরা|এই বিষয়ে পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে বলেও জানালেন শোভন | শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কুনাল ঘোষের দায়ের করা মানহানির মামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শোভন চট্টোপাধ্যায় কুনাল ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুললেন | এদিন শোভন অভিযোগ করে বলেন, “কুনাল ঘোষ একদিন বলেছিলেন সারদা চিটফান্ডে থেকে বেশি টাকা নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় | আজ আবার তিনি তৃণমূলের মুখপাত্র হয়েছেন, নিজের লেজে কেউ আগুন দিয়ে তার নিজের মুখ পড়ে | আমাকে ব্যঙ্গ করে কোন লাভ নেই নিজের দিকে তাকান|” দেবশ্রী রায়ের শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা মানহানির মামলার পাশে এসে দাঁড়িয়েছে রত্না চট্টোপাধ্যায় | সে বিষয়েও এদিন কটাক্ষ-এর সুর শোনা গেল শোভনের গলায় |