প্রসেনজিৎ ধর, কলকাতা :-ময়দান এলাকায় মেট্রো স্টেশনের কাজ করার জন্য নতুন করে গাছ কাটা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, নতুন করে কোনও গাছ কাটা যাবে না। তবে একান্তই গাছ কাটতে হলে বন দফতরের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। একই সঙ্গে আদালত জানিয়েছে, মেট্রো রেলের কাজ বন্ধ রাখার প্রয়োজন নেই। কাজ যেমন চলছে চলবে। কাজ করতে গিয়ে যদি নতুন করে গাছ কাটার প্রয়োজন হয় তবে বন দফতরের তরফ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে আরভিএনএলকে। এই মামলায় বন দফতর ও রাজ্যকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত।তারাতলা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো রুটে কাজ চলছে। ভিক্টোরিয়ার মতো জায়গায় মাটির নিচে হবে মেট্রো স্টেশন। কোন কোন জায়গায় স্টেশন তৈরি হবে, সে সব জায়গা চিহ্নিতকরণের কাজ শেষ করে ফেলেছে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। কিন্তু মেট্রো সম্প্রসারণের কাজের জন্য ময়দান চত্বরে বেশ কয়েকটি গাছ কাটা দরকার। সংখ্যাটা প্রায় ৭০০। তাতেই আপত্তি এক স্বেচ্ছাসেবী সংগঠনের। তারাই হাই কোর্টের দ্বারস্থ হয়। মামলাকারীরা অভিযোগ করেন, কলকাতা মেট্রো রেলের কাছে ময়দান চত্বরে গাছ কাটার অনুমতি নেই।প্রায় ৭০০ গাছ কাটার কথা শুনে আগেই উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। শুক্রবার এই মামলার শুনানিতে বনদপ্তর ও রাজ্যকে মামলায় সংযুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। আরভিএনএল, সেনাবাহিনী, রাজ্যের মুখ্যসচিব, কলকাতা পুরসভা, কেন্দ্রীয় বনমন্ত্রক, রাজ্যের বনদপ্তরকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।