Breaking News

সম্মান বাঁচাতেই পদত্যাগ করেছিলাম,সৌমেন্দ্রনাথের পাশে প্রাক্তন এজি জয়ন্ত মিত্র!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা এজির পদ থেকে ইস্তফা দিয়েই সাংঘাতিক দাবি করেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আত্মসম্মান বাঁচাতেই তিনি এই পদ ছেড়েছেন বলে টিভিনাইন বাংলাকে জানান শুক্রবার। এবার তাঁর সেই বক্তব্যকে সমর্থন জানালেন আরেক প্রাক্তন এজি তথা প্রবীণ আইনজীবী জয়ন্ত মিত্র। তাঁর মন্তব্য, সরকার যদি এজির কথা না-ই শোনে, তাহলে পদে থেকে লাভ কী? ইস্তফা দিয়ে বিলেত থেকে দেশে ফিরেই শুক্রবার সংবাদমাধ্যমের সামনে রাজ্য সরকারকে নিয়ে তাঁর একাধিক কটূ অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিদায়ী অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এবার তাঁর বক্তব্যকে সমর্থন করে মুখ খুললেন রাজ্যের আরেক প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, রাজ্য সরকার তাঁর পরামর্শ মেনে না চলাতেই পদত্যাগ করেছিলেন তিনি |তৃণমূল সরকারের জমানায় এই নিয়ে ৫ জন অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করলেন। তবে পদত্যাগ করে সরকারের বিরুদ্ধে মুখ খোলেননি কেউ। সৌমেন্দ্রনাথবাবু যদিও অন্য পথে হেঁটেছেন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘মান সম্মান নিয়ে কাজ করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। কোথাও মান সম্মান না থাকলে সেখান থেকে সরে আসা উচিত।’ তিনি আরও বলেন, ‘রাজ্য সরকার দুর্নীতির তদন্তের বিরোধিতা করতে পারে না। দুর্নীতির অভিযোগ থাকলে তার তদন্ত হওয়া দরকার। রাজ্য সরকারের ঘোষিত নীতি হওয়া উচিত যে তারা দুর্নীতির বিরুদ্ধে।’ এই নিয়ে শনিবার রাজ্যের অরেক প্রাক্তন এজি জয়ন্ত মিত্র বলেন, ‘আমার অভিজ্ঞতাও একই। আমাকেও সম্মান রক্ষার্থে পদত্যাগ করতে হয়েছিল। সব নির্দেশ আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। যখন আমাদের পরামর্শ ওরা মানবে না তখন আর পদে থেকে কী লাভ? যার মান সম্মান আছে সে তো সেখান থেকে বেরিয়ে আসবেই।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *