Breaking News

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর যাওয়ার প্ল্যান?চলবে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন, যাত্রীদের জন্য বিশেষ ভাবনা রেলের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজো, কালী পুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোতেও স্পেশ্যাল ট্রেন চালাবে রেল। যেসকল দর্শনার্থী ঠাকুর দেখে রাতে বাড়ি ফিরবেন তাঁদের সুবিধার কথা মাথায় রেখে একগুচ্ছ ট্রেন চলবে। জগদ্ধাত্রী পুজোর বিসর্জন পর্যন্ত অতিরিক্ত পরিষেবা পাবেন যাত্রীরা। দেখে নিন কোন কোন রুটে কখন এই স্পশ্যাল ট্রেন চালানো হবে।

সোম থেকে বৃহস্পতিবার অর্থাৎ ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত বিকেল ও রাতে হাওড়া-ব্যান্ডেল শাখায় বাড়তি ট্রেন চালানো হবে।

পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া থেকে ব্যান্ডেলগামী স্পেশাল ট্রেন ছাড়ার সময় –

বিকেল ৫.২০, সন্ধে ৭.৫৫, রাত ১১.৩০ এবং রাত ১২.৩০এ।
অন্যদিকে, ব্যান্ডেল থেকে হাওড়াগামী স্পেশাল ট্রেন ছাড়বে |

সন্ধে ৬.৩৫, রাত ৯.২০, রাত ১ এবং রাত ২টোয়।

এর পাশাপাশি হাওড়া থেকে বর্ধমানগামী স্পেশাল ট্রেন ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। বর্ধমান থেকে হাওড়াগামী স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। ফলে চন্দননগরের আলোকসজ্জা দেখে বাড়ি ফেরার চিন্তা আর করতে হবে না দর্শনার্থীদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *